২১ ডিসেম্বর টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন, ঘোষণা হল রুট ও সময়সূচি

২১ ডিসেম্বর টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন, ঘোষণা হল রুট ও সময়সূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন। তার আগে বুধবার এক সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের সম্পূর্ণ রুট ও সময়সূচি ঘোষণা করা হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার ম্যারাথনের শুরু এবং শেষ—দুটিই হবে রেড রোডে।

রবিবার ভোর ৫টা ৪৯ মিনিটে শুরু হবে মূল ২৫ কিলোমিটার দৌড়। সকাল ৬টা ৫০ মিনিটে শুরু হবে ১০ কিলোমিটার রান। এরপর ২.৩ কিলোমিটার আনন্দ রান শুরু হবে সকাল ৮টা ২০ মিনিট এবং ৮টা ৫৫ মিনিটে। ম্যারাথনের দিন যান চলাচলের নিয়মে পরিবর্তন আনা হবে, সেই কারণে রবিবার বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এবারের ম্যারাথন রুটে নতুন করে যুক্ত করা হয়েছে টিপু সুলতান মসজিদ, রবীন্দ্র সরোবর এবং লেক সিটি এলাকা। দৌড়বিদদের সুবিধার্থে পুরো রুট জুড়ে থাকছে ১২টি ওয়াটার স্টেশন। পাশাপাশি মেডিকেল সাপোর্টের জন্য মোতায়েন থাকবেন প্রায় ২০০ জন মেডিকেল স্টাফ।

ম্যারাথন উপলক্ষে এনজিও ফান্ডের অর্থ সংগ্রহের পরিমাণও সাংবাদিক সম্মেলনে জানানো হয়। মঙ্গলবার পর্যন্ত এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ লক্ষ ১২ হাজার ১৬৪ টাকা। টাটা ম্যারাথন কর্তৃপক্ষ এই ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী শান্তনু ঘোষ, আরআরএফ-এর প্রধান আরতি কাটাকার, প্রোক্যামের ভাইস প্রেসিডেন্ট সারাহ তাবিস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উল্লেখ্য, এবছর টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের দশম সংস্করণ।

চলতি ম্যারাথনে অংশ নিতে কলকাতায় আসছেন উগান্ডার দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জোশুয়া চেপটেগেই। মহিলা বিভাগে অংশ নেবেন বর্তমান চ্যাম্পিয়ন সুটুমে আসিফা। এবছর ম্যারাথনের মোট পুরস্কারমূল্য ১ লক্ষ ৪২ হাজার ২১৪ মার্কিন ডলার। শীর্ষ তিন বিজয়ী যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার এবং ৭ হাজার মার্কিন ডলার পুরস্কার পাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top