১) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খলত্মাজিন বাত্তুল্গা উভয়ে মিলে গৌতম বুদ্ধের মুর্তি উন্মোচন করলেন ২০শে সেপ্টেম্বর ২০১৯ মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতারে।
২) চন্ডিগড়ে অমিত শাহের সহায়তায় চন্ডিগড় পুলিশের ৩ টি সিটিজেন সেন্ট্রিক সার্ভিসের শুভ সূচনা করা হল। যথাক্রমেঃ ERSS(Emergency Response Support System), Dial: 112; ‘E-Beat Book’ System and ‘E-Saathi App’
৩) শেষমেশ Audit Bureau of Circulations (ABC)-এর চেয়ারম্যান হতে চলেছেন মাধুকর কামাথ। যিনি চার দশক ধরে বিজ্ঞাপন এবং মার্কেটিং পেশায় নিযুক্ত ছিলেন।
৪) বিখ্যাত প্লে ব্যাক সিঙ্গার সোনু নিগম লন্ডনে একবিংশ শতাব্দীর ‘Magnificent Performing Arts Award’ পেলেন।
৫) নয়াদিল্লিতে কৃষিক্ষেত্র সম্পর্কিত জাতীয় সম্মেলন- রাবি অভিযান 2019এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী পুরুষোত্তম রুপালা।