২২ফুটের লক্ষী প্রতিমায় নজর কাড়ছে বীরভূম

২২ফুটের লক্ষী প্রতিমায় নজর কাড়ছে বীরভূম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২২ফুটের লক্ষী প্রতিমায় নজর কাড়ছে বীরভূম। রবিবার সকাল থেকেই কোজাগোড়ি লক্ষ্মীপুজোর তোড়জোড় চলছে সিউড়ির পুরন্দরপুরেও৷ কিন্তু অন্যান্য জায়গার লক্ষ্মীপুজোর সঙ্গে পার্থক্য রয়েছে পুরন্দরপুরের এই লক্ষ্মী প্রতিমার, লক্ষ্মীর উচ্চতা ২২ফুটের। বিশালাকৃতির ২২ ফুটের এই লক্ষ্মী প্রতিমা নিয়ে পুজো উদ্যোক্তারা দাবি করেছেন, বীরভূমের এত বড় লক্ষ্মী প্রতিমা রাজ্যের অন্য কোথাও হয় না।

 

এছাড়াও তাঁদের দাবি, রাজ্যেও কোথাও এত বড় লক্ষ্মী প্রতিমা দিয়ে লক্ষ্মীপুজো করা হয় কি না তাঁদের জানা নেই। মোটের উপর তারা এই বছর এই বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা তৈরি করিয়ে এক প্রকার রেকর্ড গড়তে চলেছে। এই বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা দেখা যাবে বীরভূমের সিউড়ি থেকে বোলপুর যাওয়ার রাস্তায় পুরন্দরপুরের আদিরে পাড়ায়। ইতিমধ্যেই এই লক্ষ্মী প্রতিমা তৈরি করার কাজ প্রায় ১৫ দিন আগে থেকে শুরু হয়েছে। বর্তমানে প্রতিমার কাঠামো তৈরি হওয়ার পাশাপাশি তার গায়ে মাটি লেগেছে, রং লেগেছে। বিশালাকৃতির এই লক্ষ্মী প্রতিমা ঠিকঠাক ভাবে তৈরি করার জন্য বিশাল প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন – খেলার মাধ্যমে প্রয়াত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই লক্ষ্মী প্রতিমার পেঁচাই অন্ততপক্ষে ছয় ফুট লম্বা। এমন পুজোর আয়োজন করা হয়েছে আদিরে পাড়া সার্বজনীন লক্ষ্মীপূজো কমিটির তরফ থেকে। লক্ষীপূজোর সিংহ ভাগের দায়িত্বে আছেন স্থানীয় মহিলারা। দেখতে দেখতে এই লক্ষ্মীপুজো এ বার ৩৫ বছরে পা দিতে চলেছে। তবে এর আগে কোনও দিন এখানে এই রকম বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা তৈরি করা হয়নি। এই প্রথম এমন লক্ষ্মী প্রতিমা তৈরি করা হচ্ছে পূজো কমিটির পক্ষ থেকে।

 

২২ ফুটের এই প্রতিমাকে ঘিরে এখন থেকেই এখানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে উৎসাহ ও উদ্দীপনা। পাঁড়ুই থেকে আসা মৃৎশিল্পী দিনরাত এক করে এই প্রতিমা তৈরি করার কাজ সম্পন্ন করেছেন। এদিন পুজো কমিটির সদস্য স্মৃতিকণা দাস বলেন, অন্যান্য বার থিম পুজো হলেও ৩৫ বছর পূর্তি উপলক্ষে এইবার আমাদের বিশেষ আকর্ষণ ২২ ফুটের লক্ষ্মী প্রতিমা। আগের বছর গুলিতে ভিড় হলেও এইবার আশা করছি আগের তুলনায় এবছর বেশি ভিড় হবে, সুতরাং তার জন্য সর্বদা প্রস্তুত পূজো কমিটির স্বেচ্ছা সেবকেরা। ২২ফুটের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top