২২ অগাস্ট দমদমে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চলতি বছরে তৃতীয়বার বঙ্গ সফর

২২ অগাস্ট দমদমে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চলতি বছরে তৃতীয়বার বঙ্গ সফর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রধানমন্ত্রী – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ অগাস্ট ফের রাজ্যে আসছেন। কলকাতার দমদমে একটি বড় জনসভা করবেন তিনি। এছাড়া মেট্রোরেলের এক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে তার। চলতি বছরে এই তিন নম্বর বঙ্গ সফর হবে প্রধানমন্ত্রীর।

এর আগে তিনি গত ২৯ মে আলিপুরদুয়ারে ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সফরে এসেছিলেন। সেখানে সিটি গ্যাস সরবরাহ প্রকল্পের উদ্বোধন ও জনসভা করেছিলেন। ওই সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়েছিলেন। দ্বিতীয়বার রাজ্যে এসেছিলেন ১৮ জুলাই, দুর্গাপুরে জনসভা করে। ওই সফরে তিনি একাধিক সরকারি প্রকল্প উদ্বোধন এবং পাবলিক রেলিতে অংশগ্রহণ করেছিলেন।

দুর্গাপুরে জনসভায় মোদি তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে ‘জয় মা কালী, জয় মা দুর্গা’ স্লোগান দিয়েছিলেন, যা রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছিল। এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বসেছিলেন।

এসবের মাঝেই এসআইআর ইস্যুতে উত্তাল দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষিতে কলকাতা বিমানবন্দর সংলগ্ন দমদমে জনসভা করতে আসছেন মোদি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সফর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে কড়া বার্তা দেওয়ার পরিকল্পনার অংশ।

তদন্তে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল শিবির ‘বাঙালিদের বিজেপি-শাসিত রাজ্যগুলিতে হেনস্তা করা হচ্ছে’ এবং ‘বাংলা ভাষার অবমাননা হচ্ছে’ এই দাবি তুলে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন শুরু করেছে। গতবার ‘জয় মা দুর্গা’ স্লোগান দিয়েছিলেন মোদি, এবার দমদম থেকে বাংলায় তার ভাষণে তৃণমূলের বাঙালিদের প্রতি বঞ্চনার অভিযোগের জবাব কী থাকবে তা রাজনৈতিক মহল কৌতূহল নিয়ে দেখছে।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top