২২-২৪ মে টানা ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের ডাক

২২-২৪ মে টানা ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের ডাক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




কলকাতা – চলতি মাসে ফের রাজ্যজুড়ে সাধারণ মানুষের যাতায়াতে বড়সড় ব্যাঘাতের আশঙ্কা। আগামী ২২, ২৩ এবং ২৪ মে এই তিন দিন টানা ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস, মিনিবাস এবং স্কুলবাস মালিকদের সংগঠন।শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। সংগঠনের পক্ষ থেকে তপন বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানান, “এই ধর্মঘট থেকে আমরা একচুলও নড়ব না।’’তাঁর দাবি, করোনা পরবর্তী সময়ে পরিবহণ শিল্প তীব্র সংকটে। টানা দুই বছর করোনা পরিস্থিতিতে রাস্তায় নামতে পারেনি অধিকাংশ বাস। অথচ ‘১৫ বছরের মেয়াদ’ সংক্রান্ত সরকারি নিয়মের কারণে বহু বাসকে কার্যত বাতিল করতে হয়েছে।



তপনবাবুর বক্তব্য, “আমাদের বারবার অনুরোধ ছিল, অন্তত অতিমারির ওই দু’বছর অতিরিক্ত সময় হিসেবে ধরা হোক। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে আমরা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হচ্ছি।”
শুধু বাসের বয়স নয়, ধর্মঘটের আরও একাধিক কারণের কথাও তুলে ধরেছেন সংগঠনের নেতৃত্ব।পুলিসি হয়রানি,অতিরিক্ত কর আদায়,ট্রাফিক আইন সংক্রান্ত অযৌক্তিক চাপ। এই সমস্ত বিষয় মিলিয়ে বেসরকারি বাস মালিক এবং শ্রমিকরা একযোগে প্রতিবাদে নামার সিদ্ধান্ত নিয়েছেন।এই ধর্মঘটে স্কুলবাসও শামিল হতে চলেছে বলে জানা গিয়েছে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি পড়ুয়া ও অভিভাবকরাও ভোগান্তির মুখে পড়তে পারেন।প্রশাসন এখনও পর্যন্ত ধর্মঘট রুখতে কোনও বিকল্প পরিকল্পনার কথা জানায়নি। তবে পরিবহণ দফতর সূত্রে ইঙ্গিত, জরুরি পরিষেবা বজায় রাখতে কিছু সরকারি পদক্ষেপ নেওয়া হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top