১) ভারত এবং আমেরিকা তাদের প্রথম ত্রি-পরিষেবা অনুশীলন কোডটি ধারণ করে, যার নাম ‘টাইগার ট্রায়াম্ফ’। বিশাখাপত্তনাম এবং অন্ধ্র প্রদেশের কাকিনাড়া অঞ্চলে। এটি ২০১৯ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা স্থির হয়েছে।
২)কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে জঙ্গানানা ভবন বা আদমশুমারি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এটি আদমশুমারি কর্তৃপক্ষের কার্যালয়। এই আদমশুমারি ভবন গ্রিন বিল্ডিংয়ের আদলে নির্মিত হচ্ছে।
৩) নিউ ইয়র্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হল। ওই শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য হ’ল প্যারিস চুক্তি বাস্তবায়নের পদক্ষেপকে ত্বরান্বিত করা।
৪) জাতীয় সাংকেতিক চিহ্ন দিবস উদযাপন হল ২৩শে সেপ্টেম্বর।
২৪শে সেপ্টেম্বর থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বধির সপ্তাহ হিসাবে প্রতিবছর পালন করা হয়।
৫) প্রতি বছরের ন্যায় এই বছরে ৮৯তম জাতীয় সৌদি দিবস পালন করা হল ২৩ সেপ্টেম্বর। এই দিনের বৈশিষ্ট কী? সৌদির আগের নাম ছিল নেড ও হেজাজ, সেই নাম পরিবর্তিত হয়ে এই দিনে সৌদি নামকরণ করা হয়েছিল। সেই থেকেই এই ২৩ শে সেপ্টেম্বর সৌদিতে পাবলিক হলিডে হিসাবে পালন করা হয়।
৬) নিউ দিল্লিতে বিজ্ঞান ভবনে রামনাথ কোভিন্দের উদ্যোগে ষষ্ঠ জল সপ্তাহ উদবোধন করলেন।
৭) পোনং ডমিং হলেন ভারতীয় সেনাবাহিনীর অরুণাচল প্রদেশের প্রথম মহিলা কর্মকর্তা যিনি লেফটেন্যান্ট কর্নেলের পদে উন্নীত হয়েছেন।
৮) কেরালার কোটালে উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডু উদ্বোধন করলেন বৈদ্যরত্নম পি.এস. ভারিয়ার এর দেড়শতম জন্মবার্ষিকী। বৈদ্যরত্নম আয়ুর্বেদিক ওষুধ এবং অথর্ব বেদের গুরুত্ব অপরিসীম তা প্রথম বুঝিয়ে দিয়েছিলেন।