২৫০ বছরের পুরনো জমিদার বাড়ির শ্যামা পুজো সম্পন্ন হল গাজোলে। মালদহ জেলার প্রায় ২৫০ বছর পুরনো জমিদার বাড়ির শ্যামা পুজো সম্পন্ন হলো গাজোলে। ঐতিহ্যবাহী এই পূজার বিশেষত্ব হলো অমাবস্যার রাতে এই পুজো হয়। অমাবস্যা ছেড়ে গেলেই রাতেই প্রতিমাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। স্থানীয় গাজোল ভিতর বাজার জমিদারের নিজ জমির হাটে তন্ত্র মতে এই পুজো এবারও খুব নিষ্ঠার সহকারে করা হয়েছে।
শ্রদ্ধা সহকারে পুজো দেন তার জমিদার বাড়ির বংশ পরম্পরায় পুরোহিত ননি ঝাঁ। এবারে প্রতিমা তৈরি করছেন মৃৎ শিল্পী উত্তম চৌধুরী। ঢাকি ছিলেন রাজেন মৃধ্যা ।পুজোর দায়িত্বে ছিলেন জমিদার বাড়ির সদস্য অরিন্দম নন্দী চৌধুরী। অরিন্দম বাবু বলেন,দুর্লভ রাম নন্দী চৌধুরী স্টেট পরিবারে পুজো এটি। তারই আদলে হয়ে আসছে জমিদার বাড়ির শ্রী শ্রী শ্যামা কালী মায়ের পুজো।
আরও পড়ুন – চোপড়ার শীতল গছে বন কালি পূজা উপলক্ষে জমে উঠেছে গানের আসর
গতকাল সন্ধ্যা থেকে এই পুজোতে হাজারেরও বেশী পাঠা বলি দান হয়েছে। এই জমিদার বাড়ির শ্রী শ্রী আদি শ্যামা মায়ের পূজা মালদা জেলায় বিখ্যাত। দুলর্ভ রামনন্দি চৌধুরী স্টেটের পারিবারিক জমিদারি শ্রী শ্রী আদি শ্যামা কালি মায়ের পূজো অমাবস্যা মধ্য রাত্রিতে হয়ে গেলে তার পরে মা কে নিরঞ্জন করেন ওই আদি শ্যামা মায়ের মন্দিরের সংলগ্ন মায়ের মহিমা নামে রয়েছে একটি কালী দিঘি। সেই কালি দিঘিতে মাকে সিঁদুর দানের মধ্য দিয়ে বরণ করে নিরঞ্জন করেন। এই পুজো উপলক্ষে তিন দিন ধরে বিরাট মেলা চলবে।জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই প্রতিমা দর্শন করতে এসেছেন। ২৫০ বছরের