২৫২ কোটির মাদক মামলায় ফের বিপাকে নেটপ্রভাবী ওরি—জিজ্ঞাসাবাদে তলব মুম্বই পুলিশের

২৫২ কোটির মাদক মামলায় ফের বিপাকে নেটপ্রভাবী ওরি—জিজ্ঞাসাবাদে তলব মুম্বই পুলিশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – ফের চাপে সমকামী নেটপ্রভাবী ওরহান অবত্রামণি, ওরফে ওরি। ২৫২ কোটির মাদক চক্রের তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে মুম্বই পুলিশ। আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টার মধ্যে ঘাটকোপারের মাদকদ্রব্য নিয়ন্ত্রক দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। বুধবার রাত পর্যন্ত মুম্বই পুলিশের এই তলব নিয়ে ওরির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সম্প্রতি মুম্বইয়ের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক দফতর এবং মুম্বই পুলিশ। সেই অভিযানের সূত্র ধরে উঠে আসে মাদক পাচারকারী চক্রের পাণ্ডা সেলিম ডোলার নাম। আরও জানা যায়, দাউদ ইব্রাহিমের ইন্ধনে দুবাই থেকে এই চক্রটি পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী শেখের বয়ান থেকেই এসব তথ্য বেরোয়। এরপর সেলিম ডোলার ছেলে তাহির ডোলাকে জেরা করে আরও চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ।

জেরায় তাহির দাবি করে, দাউদ ইব্রাহিম ভারতে এবং বিদেশে যেসব জায়গায় মাদক পার্টি আয়োজন করেন, সেখানে নিয়মিত হাজির থাকেন বলিউডের খ্যাতনামী অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফতেহি এবং নেটপ্রভাবী ওরি। শুধু তাই নয়, শ্রদ্ধার দাদা সিদ্ধার্থ কাপুরও নাকি এই চক্রের সঙ্গে যুক্ত। পাশাপাশি দাউদের নেটওয়ার্কের সঙ্গে টাকার লেনদেনও হয় তাঁদের—এমনই বিস্ফোরক দাবি তাহিরের। তদন্তে উঠে এসেছে প্রায় ২৫২ কোটির মাদক লেনদেনের তথ্য।

এই ঘটনায় ক্ষুব্ধ নোরা ফতেহি। নিজের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। যদিও মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তাহির ডোলার দেওয়া নামগুলির প্রত্যেকের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। সেই অনুসন্ধানের অংশ হিসেবেই প্রথমে সমকামী নেটপ্রভাবী ওরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top