নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,৯ই সেপ্টেম্বর :ভাঙড়ে হাতেনাতে ধরা পড়লো দুই জালিয়াতি চাল ব্যবসায়ী। ঘটনাটি ভাঙড়ের ভগবানপুর গ্রামের। ধৃতদের নাম সুমন্ত পারিদার ও সুদীপ সরদার। বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। স্থানীয় সূত্রে জানা যায় টাটা সুমো করে এনে তুলনা মূলক বাজার দরের থেকে কম দামে চাল বিক্রি করত ওরা।
সোমবার সকালে ভাঙড়ে ভগবানপুর গ্রামে চাল বিক্রি করতে এসে গ্রামের আজিজুল মোল্লা নামের এক চাল বিক্রেতা ২৫ কেজি ওজনের এক বস্তা চাল কেনে ব্যাবসায়ীদের কাছ থেকে। সন্দেহ বশত বাড়িতে ওজন করে দেখে চালের পরিমান কম। এরপর এলাকায় বেড়িয়ে পাশের গ্রাম থেকে দুজনকে ধরে এনে পাড়ার ক্লাবে আটকে রাখে। কাশিপুর থানার পুলিশ এসে চাল ও আটক দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।