নিউজ ডেস্ক, ২০ অক্টোবর,২০২০: পঁচিশ বছর পা দিল রাজ সিমরানের ডি ডি এল জে। ১৯৯৫ সালে আজকের দিনে রিলিজ করেছিল এই সিনেমাটি। সেই সময় সচরাচর একটা শব্দেরই সিনেমার নাম হত কিন্তু আদিত্য চোপড়া পরিচারী দিলওয়ালে দিলোহনিয়া লে জায়েঙ্গে সিনেমার এত বড় নাম শুনে কাজল প্রথমে নাক শিটকে ছিলেন। কিন্তু পরে তার ও নাম টা খুবই পছন্দের হয় যায়। এই সিনেমায় শারুখ রাজের ভূমিকায় এবং কাজল সিমরানের ভূমিকায়। এই জুটি জে আজও সকল দর্শকদের মনের মধ্যে জায়গা করে রয়েছে তা আলাদাভাবে আর বলার প্রয়োজনীয়তা থাকে না। বড়ি বড়ি দেশেও মেয়ে ছটি ছটি বাত হতি রেহেতি হে। এই ডায়ালগ আজ ছোট থেকে বড় সবার মুখেই শোনা যায়।
