কলকাতা – কলকাতায় ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহালয়ার পরদিন তিনি কলকাতা ও সল্টলেকের একাধিক দুর্গাপুজোর উদ্বোধনে যোগ দেবেন। রাজনৈতিক মহলের মতে, শাহর এই সফর শুধু উৎসব উদ্যাপন নয়, বরং ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ।
পশ্চিমবঙ্গে বিজেপি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে। ভিনরাজ্যে বাঙালিদের ওপর হামলার অভিযোগ এবং সংগঠনগত অস্থিরতার মধ্যে দলের বাঙালিয়ানাকে সামনে আনার নতুন কৌশল। সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির উদ্যোগে গঠিত ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর পুজোর উদ্বোধন করবেন শাহ। পাশাপাশি উত্তর কলকাতার একাধিক বড় পুজোতেও ফিতে কাটবেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি দুর্গোৎসব ও বাংলার সাংস্কৃতিক আবেগকে কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি বঙ্গ সফরে মা দুর্গা ও মা কালীর নাম উল্লেখ করেছিলেন, যা বিজেপির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে চ্যালেঞ্জও কম নয়। কলকাতার বেশিরভাগ বড় পুজো কমিটি এখনও তৃণমূল ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই দুর্গোৎসবকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন। ফলে বিজেপির প্রচেষ্টা কতটা সফল হবে, তা সময়ই বলবে।
এদিকে, আগামী ২২ অগস্ট ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি শহরের তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন এবং দমদম সেন্ট্রাল জেল গ্রাউন্ডে একটি মেগা জনসভায় বক্তব্য রাখবেন। রাজনৈতিক মহলের নজর এখন তাঁর ভাষণের ওপর, যেখানে ২৬-এর ভোটকে কেন্দ্র করে বিজেপির রোডম্যাপ স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
