২৬ টি প্রকল্প দ্রুত শেষ করার আশ্বাস উদয়ন গুহর। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পান। দায়িত্ব পেয়ে কলকাতা থেকে ফিরে শুক্রবার কোচবিহার শহরের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কার্যালয় আধিকারিক ও জেলা শাসককে নিয়ে বৈঠক করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যত তাড়াতাড়ি সম্ভব যে কাজগুলো এখনো সম্পূর্ণ হয়নি তা শেষ করা হবে।
এই মুহূর্তে ২৬ টি কাজ রয়েছে যেগুলি খুব দ্রুত করার জন্যই আজকে আলোচনা হল। কোচবিহার মানুষের সাহিত্যের বা শিল্পের পীঠস্থান হিসেবে ধরা হয় রবীন্দ্র ভবনকে। রবীন্দ্রনাথ ঘোষ যখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন সেই সময়ই রবীন্দ্রভবন সংস্কারের উদ্যোগ নেন। দীর্ঘ সময় পরে অবশেষে আগামী ১৫ই আগস্ট নতুন রূপে তৈরি হওয়া রবীন্দ্র ভবন উদ্বোধন হবে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি তুফানগঞ্জ বাস স্ট্যান্ড এবং মারুগঞ্জের একটি বাজর এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী হোস্টেলের কাজ ৯০% সম্পন্ন দ্রুত এগুলো শেষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
কোন কাজে গুরুত্ব দেওয়া হবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যেই এলাকার মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন সেই কাজেই আগে গুরুত্ব পাবে আমি কোনটা গুরুত্ব দেব সেটা প্রযোজ্য নয়। বিভিন্ন কাজ করতে গিয়ে পর্যাপ্ত অর্থ কি দপ্তরে রয়েছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন – করোনা পরিস্থিতির পর সারা দেশজুড়ে অর্থনৈতিক সমস্যা রয়েছে কথা অনুস্বীকার্য তবে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা সম্বন্ধে এবং তার সমস্যার সম্বন্ধে অবগত তাই তার সাথে আলোচনা করে এই সমস্যাগুলি দ্রুত সমাধান হবে।
আরও পড়ুন – ঢাক ঢোল বাজিয়ে জলপাইগুড়ি শহরে নুকুল দানা বিতরণ বিজেপির
আগামী দিনে কি কি প্রকল্প গ্রহণ করা হবে সে প্রশ্নের উত্তরে তিনি বলেন সবেমাত্র চেয়ারে বসেছি এখনো চেয়ার গরমই হয়নি যে সমস্ত প্রকল্প গুলি হাতে রয়েছে এবং যেগুলি সম্পূর্ণ হওয়ার দোরগোড়ায় সেগুলি কি প্রাধান্য দিয়ে আগামী দিনে উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। রবীন্দ্রনাথ ঘোষ একুশে নির্বাচনে পরাজিত হওয়ার পর উত্তরবঙ্গ উন্নত উন্নয়ন দপ্তরের মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছিলেন। অবশেষে এই দপ্তর পান উদয়ন বাবু আর এর ফলে আগামী দিনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্য দিয়ে কোচবিহার সহ উত্তরবঙ্গের মানুষ দ্রুত উন্নয়নের ফসল দেখতে পাবেন এমনটাই মত রাজনৈতিক মহলের।