নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর ৭জানুয়ারি ২০২১: কুড়মি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে ২৬ দফা দাবি নিয়ে রাজ্যের চার জেলায় চলছে “হুড়কা জ্যাম” কর্মসূচির মধ্য দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে কর্মী সমন্বয় মঞ্চের সদস্যরা।
মূলত কুড়মি সমাজ কে এস টি অন্তর্ভুক্ত এবং কুড়মালি ভাষায় পঠন-পাঠন ও কুড়মালি ভাষার স্বীকৃতি সহ ২৬ দফা দাবি নিয়ে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ প্রদর্শন,এই অবরোধের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় শালবনি এলাকাজুড়ে, পাশাপাশি কুড়মি সমন্বয় মঞ্চের এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে মোতায়েন ছিল সালবনি থানার পুলিশ। এদিন কুড়মি সমন্বয় মঞ্চের এক সদস্য বলেন আমাদের এই দাবিগুলি যদি আগামী দিনে না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন। পাশাপাশি সারাদিন ব্যাপী এই অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করবেন কুড়মি সমন্বয় মঞ্চের সদস্যরা।
আরও পড়ুন…রেল লাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে প্রাণ হারালো ২জনের