২৬ দিনই কাজ পাবে অস্থায়ী কর্মীরা, জানালেন এসবিএসটিসি-র চেয়ারম্যান। শনিবার, ‘দুর্গাপুজো কার্নিভাল’ নিয়ে বৈঠক করেন এডিডিএ সভাকক্ষে প্রশাসনিক কর্তারা। এদিনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানালেন, ‘এসবিএসটিসি-র দুর্গাপুর ডিপোর অস্থায়ী কর্মীদের দাবি পত্র পেয়েছি।
তাদের মূল দাবি ২৬ দিন কাজ তাদের দিতে হবে। তিনি বলেন, আপনাদের মাধ্যমে জানাচ্ছি ২৬ দিনই অস্থায়ী শ্রমিকরা কাজ পাবে, একথা কর্মবিরতি-তে যোগ দেওয়া অস্থায়ী কর্মীদের বলা হয়েছে। এবং তারা ২৬ দিনই কাজ পাবেন তা তাদের নিশ্চিত করা হয়েছে। বাকি চুক্তি ভিত্তিক কাজে যোগ দেওয়া অস্থায়ী কর্মীদের অন্যান্য দাবিগুলি নিয়ে কালিপুজোর পর তাদের সাথে বসার কথা জানানো হয়েছে। এসবিএসটিসি-র পক্ষে যতটা সম্ভব তাদের দাবিগুলির সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি বলেন, অন্যান্য সরকারি পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হয়ে থাকলে এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদেরও বেতন বৃদ্ধি হবে। তবে তিনি এদিন বলেন, কর্মবিরতিতে যাওয়া কর্মীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন পুজোর মুখে কর্মবিরতি ছেড়ে কাজে যোগ দেন। রাজ্যের পরিবহণ মন্ত্রীর সেঙ্গে আলোচনা হয়েছে। তাদের ন্যায্য দাবিগুলি মন্ত্রী বিবেচনা করছেন। এই মুহূর্তে তাদের কাজে যোগ দিয়ে সরকারি পরিবহণ পরিষেবা সুস্থ ভাবে চালিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন – পুজোর আগে সেভাবে জমলো না বাম কর্মচারীদের নবান্ন অভিযান
উল্লেখ্য, শনিবার, ‘দুর্গাপুজো কার্নিভাল’ নিয়ে বৈঠক করেন এডিডিএ সভাকক্ষে প্রশাসনিক কর্তারা। এদিনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানালেন, ‘এসবিএসটিসি-র দুর্গাপুর ডিপোর অস্থায়ী কর্মীদের দাবি পত্র পেয়েছি। তাদের মূল দাবি ২৬ দিন কাজ তাদের দিতে হবে। তিনি বলেন, আপনাদের মাধ্যমে জানাচ্ছি ২৬ দিনই অস্থায়ী শ্রমিকরা কাজ পাবে, একথা কর্মবিরতি-তে যোগ দেওয়া অস্থায়ী কর্মীদের বলা হয়েছে।
এবং তারা ২৬ দিনই কাজ পাবেন তা তাদের নিশ্চিত করা হয়েছে। বাকি চুক্তি ভিত্তিক কাজে যোগ দেওয়া অস্থায়ী কর্মীদের অন্যান্য দাবিগুলি নিয়ে কালিপুজোর পর তাদের সাথে বসার কথা জানানো হয়েছে। এসবিএসটিসি-র পক্ষে যতটা সম্ভব তাদের দাবিগুলির সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। তিনি বলেন, অন্যান্য সরকারি পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হয়ে থাকলে এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদেরও বেতন বৃদ্ধি হবে।