১) ২৬শে সেপ্টেম্বর পারমাণবিক অস্ত্র নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করা হয়।
২) চীন সাংহাইতে তার প্রথম উভচর হামলাকারী জাহাজ চালু করলো।এই জাহাজ স্থল বাহিনীকে সমুদ্র থেকে শত্রু অঞ্চলে আক্রমণ চালাতে সক্ষম।
৩)গুগল তার ২১ তম জন্মদিন ২৭ শে সেপ্টেম্বরে পালিত হল। প্রাচীন কম্পিউটারে একটি ডুডল এবং একটি গুগলের হোমপেজ তৈরী করা হয় এই দিনটিতে।
৪) ২৭ শে সেপ্টেম্বর বিশ্ব ভ্রমণ দিবস হিসাবে পালিত হল সর্বত্র।