প্রধানমন্ত্রী – প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার ২০তম কিস্তি আগামী ২ অগাস্ট, ২০২৫ তারিখে প্রকাশ করা হবে। কৃষি মন্ত্রকের এক্স (আগে টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে এই কিস্তি হস্তান্তর করবেন। এর আগে মোট ১৯টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে।
যদিও কৃষি মন্ত্রকের এক্স অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত হয়েছে, পিএম কিসান যোজনার অফিসিয়াল পোর্টাল (pmkisan.gov.in)-এ এখনো কোনো আনুষ্ঠানিক আপডেট দেওয়া হয়নি। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই পোর্টালে বিস্তারিত তথ্য প্রকাশিত হবে। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী সফরের সময় প্রায় ১,০০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি এই কিস্তি প্রকাশ করা হবে।
