দেশ – শনিবার সকালে শিল্পপতি অনিল আম্বানির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। প্রায় ২ হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরই এই অভিযান শুরু হয়। জানা গেছে, তল্লাশির সময় অনিল আম্বানি নিজের পরিবারের সঙ্গে বাড়িতেই উপস্থিত ছিলেন। একইসঙ্গে সিবিআইয়ের দল রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম) এবং সংস্থার সঙ্গে যুক্ত অন্যান্য একাধিক অফিসেও তল্লাশি চালাচ্ছে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রিলায়েন্স কমিউনিকেশনস এবং অনিল আম্বানির বিরুদ্ধে ২,০০০ কোটিরও বেশি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরই সিবিআই আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করে এবং তল্লাশি অভিযান শুরু করে।
ঘটনার সূত্রপাত ঘটে গত মাসে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় জানান, ২৪ জুন, ২০২৪ তারিখে এসবিআই প্রতারণার বিষয়টি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে জানিয়েছিল এবং সিবিআইয়ের কাছে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু হয়। এসবিআই জানিয়েছিল, আরকমে তাদের ঋণ ঝুঁকির পরিমাণ প্রায় ২,২২৭.৬৪ কোটি টাকা।
বর্তমানে রিলায়েন্স কমিউনিকেশনস ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি কোড, ২০১৬-এর অধীনে কর্পোরেট ইনসলভেন্সি রেজোলিউশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। সংস্থার রেজোলিউশন প্ল্যানটি কমিটির অনুমোদন পেয়েছে এবং ৬ মার্চ, ২০২০ তারিখে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি)-এ জমা দেওয়া হয়েছে। বর্তমানে এনসিএলটি-এর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
