২৪ শে জুন, ২০২১ : কোপা আমেরিকার ম্যাচের কলম্বিয়ার বিরুদ্ধে নেমেছিল ব্রাজিল। ২-১ গোলে ম্যাচ জিতে ছন্দ ধরে রাখল সাম্বা ফুটবল।তবে, এদিন গোলের সুযোগ নষ্ট করেন নেইমার।এদিন ম্যাচের শুরুতেই ব্রাজিল ডিফেন্সে আক্রমণের ঝড় তুলে চাপ বাড়ায়। ১০ মিনিটে সেই আক্রমণের ফলও পেল তাঁরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে কলম্বিয়া একই দাপট রাখার চেষ্টা করে।
https://twitter.com/CopaAmerica/status/1407887792382910467
কিন্তু দ্বিতীয়ার্ধে ব্রাজিল পাসিং ফুটবলে জোর দেওয়ায়, ম্যাচের রাশ নিজেদের দখলে আনতে শুরু করেন গ্যাব্রিয়েল জেসুসরা। ম্যাচের ৭৮ মিনিটে গোল পায় ব্রাজিল। ফির্মিনহোর গোলে সমতায় ফিরলেও, গোল নিয়ে তৈরি হল তীব্র বিতর্ক। নেইমারের গোলের দিকে মারা জোরালো শট রেফারির পায়ে লেগে লোদির কাছে। সেখান থেকে লোদির ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ফির্মিনহো।
https://twitter.com/CopaAmerica/status/1407893335273058310
রেফারির পায়ে বল লেগেছে বলে দাঁড়িয়ে যায় কলম্বিয়ার ফুটবলাররা। তার মধ্যে গোল করে ফির্মিনহো ব্রাজিলকে সমতায় ফেরানোয় প্রতিবাদ করে কলম্বিয়া। গোল বাতিলের জোরালো আবেদন জানায় তাঁরা। তবে সেই আবেদন নাকচ করেন রেফারি। এই জয়ের পরে ৯ পয়েন্ট পেয়ে প্রথম স্থানেই রইল ব্রাজিল।