৩টি ট্রাক বোঝাই করে গরু পাচার!!! মেমারিতে গ্রেপ্তার ৩। একদিকে রাজ্যে গরুপাচারের অভিযোগে তৃণমূলের অনুব্রত মন্ডল জেলেতে ঘাঁনি টানছেন। অন্যদিকে রাজ্যে এখনও গরুপাচার বন্ধ হয়নি। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ মেমারি চেকপোষ্ট এলাকায় তিনটি গরু বোঝায় ট্রাক সহ তিন চালকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ।
পুলিশ গোপনসূত্রে খবর পায় অবৈধ ভাবে গরু বোঝায় করা তিনটি ট্রাক বিহারের দিক থেকে হুগলি জেলার পান্ডুয়ার হাটে যাচ্ছিল, সেই মোতাবেক মেমারি থানার পুলিশ জিটি রোডে চেকপোষ্ট এলাকায় ট্রাক তিনটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে দেখা যায় তিনটি ট্রাকে মোট ৭৮টি গরু ছিল।
ট্রাকের চালকরা পুলিশি জিজ্ঞাসাবাদে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক তিনটিকে আটক করে চালক তিনজনকে গ্রেপ্তার করে। ধৃত চালকদের নাম সুজিত কুমার, এম. ডি. সাবির ও বাবলু যাদব। পুলিশসূত্রে জানা যায় তিনজনের বাড়ি বিহার।
এদিন বেলা ১২টা নাগাদ সুনির্দিষ্টধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়। আদালত ধৃতদের ১৪ দিনের জেলহেফাজতের নির্দেশ দেয়। এই গরুপাচার কান্ডে আরও কেউ যুক্ত আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
আরও পড়ুন – ৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন অল ইন্ডিয়া খেতমজদুর সংগঠনের
উল্লেখ্য, একদিকে রাজ্যে গরুপাচারের অভিযোগে তৃণমূলের অনুব্রত মন্ডল জেলেতে ঘাঁনি টানছেন। অন্যদিকে রাজ্যে এখনও গরুপাচার বন্ধ হয়নি। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ মেমারি চেকপোষ্ট এলাকায় তিনটি গরু বোঝায় ট্রাক সহ তিন চালকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ।
পুলিশ গোপনসূত্রে খবর পায় অবৈধ ভাবে গরু বোঝায় করা তিনটি ট্রাক বিহারের দিক থেকে হুগলি জেলার পান্ডুয়ার হাটে যাচ্ছিল, সেই মোতাবেক মেমারি থানার পুলিশ জিটি রোডে চেকপোষ্ট এলাকায় ট্রাক তিনটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে দেখা যায় তিনটি ট্রাকে মোট ৭৮টি গরু ছিল।
ট্রাকের চালকরা পুলিশি জিজ্ঞাসাবাদে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক তিনটিকে আটক করে চালক তিনজনকে গ্রেপ্তার করে। ধৃত চালকদের নাম সুজিত কুমার, এম. ডি. সাবির ও বাবলু যাদব। পুলিশসূত্রে জানা যায় তিনজনের বাড়ি বিহার।
এদিন বেলা ১২টা নাগাদ সুনির্দিষ্টধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়। আদালত ধৃতদের ১৪ দিনের জেলহেফাজতের নির্দেশ দেয়। এই গরুপাচার কান্ডে আরও কেউ যুক্ত আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।