নিউজ ডেস্ক ৩ নভেম্বর ২০২০: মার্চ মাসের মাঝ পথে করোনা সংক্রমণে বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ কিন্তু পশ্চিমবঙ্গে আনলক ৫ পর্বে অনেক কিছুর ক্ষেত্রে ছাড়পত্র মিললেও খোলেনি শিক্ষা প্রতিষ্ঠান।

পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো ভাবেই স্কুল কলেজসহ যে কোন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে রাজি নয় রাজ্য সরকার। নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয় ৩০ নভেম্বর পর্যন্ত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি বেসরারি স্কুল প্রতিষ্ঠানসহ বন্ধ থাকবে অঙ্গনওয়াড়ি সেন্টার ও বন্ধ থাকবে। সাধারণ শিশু কিশোরদের সাঁতারের অনুশীলনে মেলেনি ছাড়। তবে পেশাদার সাঁতারুরা ট্রেনিং চালাতে পারবেন।অপরদিকে স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মনোরঞ্জন করতে আনলক -৫ এ খুলেছে সিনেমা হল। তবে সব কিছুর উর্ধ্বে গিয়ে আপাতত একমাস বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান এমন টাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।



















