৩০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার ধৃত এক। সাপের বিষ পাচারের আগে ঘোষপুকুর রেঞ্জের বন কর্মীদের অভিযানে গ্রেফতার এক ব্যক্তি। ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্তে বন দফতর। তবে এই পাচারের চক্রে কোনো আন্তর্জাতিক চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বন দফতর।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সারাফত। সে উত্তর দিনাজপুরের খুরাইয়ের বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে ঘোষপুকুর এলাকায় জাতীয় সড়কে হানা দিয়ে বনকর্মীরা উদ্ধার করল প্রায় আড়াই কেজি সাপের বিষ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সারাফতকে।
আরও পড়ুন – রায়দিঘীতে পুকুর থেকে উদ্ধার কুমির
ঘোষপুকুর বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বনদপ্তরের কাছে গোপন সূত্রে খবর ছিল এক ব্যক্তি মোটর বাইকে করে সাপের বিষ নিয়ে অন্যত্রে পাচার করতে যাচ্ছে। সেইমতো বনদপ্তরের একটি টিম ঘোষপুকুর এলাকার জাতীয় সড়কে ঘাঁটিগারে। এরপরই ওই ব্যক্তি মোটর বাইকে করে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বনদফতরের কর্মীরা তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় এই সাপের বিষ।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক প্রায় ৩০ কোটি টাকা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বনদফতর প্রাথমিকভাবে জানতে পেরেছে ফ্রান্স থেকে এই সাপের বিষ বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছে। ওই ব্যক্তি এই সাপের বিষের জারটি অন্যত্র পাচার করতে নিয়ে যাচ্ছিল। তবে বনদফতরের অভিযানে এই পাচার ছক বানচাল হয়ে যায়। ঘটনায় ওই ব্যক্তির মোটর বাইক আটক করেছে বনদফতর। ৩০ কোটি টাকার