৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলায় নামফলক বাধ্যতামূলক, নির্দেশ দিল কলকাতা পুরসভা

৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলায় নামফলক বাধ্যতামূলক, নির্দেশ দিল কলকাতা পুরসভা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – দীর্ঘ এক বছর ধরে একের পর এক অনুরোধ জানিয়েছিল কলকাতা পুরসভা, কিন্তু অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের ঘুম ভাঙেনি। নামফলক বাংলায় লেখার নির্দেশ বারবার দেওয়া হলেও তা কার্যকর হয়নি। তাই এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল পুরসভা। শনিবার পুরসচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শহরের সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও হাসপাতালের নামফলক স্পষ্ট বাংলায় লিখতে হবে। নামফলক এমনভাবে টাঙাতে হবে, যাতে তা সবার চোখে স্পষ্টভাবে পড়ে। বিজ্ঞপ্তির কপি পুরসভার ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে।

পুরসভা সূত্রে খবর, এই নির্দেশ না মানলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহরের সব দোকান, অফিস, রেস্তরাঁ, হোটেল, কোম্পানি, হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টার অর্থাৎ প্রায় সব বাণিজ্যিক সংস্থাই এই নির্দেশের আওতায় আসবে। এর আগে মেয়র ফিরহাদ হাকিমও বারবার অনুরোধ করেছিলেন শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করার জন্য। পুর কমিশনারের দপ্তর থেকেও একাধিকবার সমস্ত দোকান, শপিং মল ও হাসপাতালকে চিঠি পাঠানো হয়।

পুরসভার এক শীর্ষকর্তার মতে, অন্তত ৪৫ হাজার বাণিজ্যিক সংস্থা বর্তমানে পুরসভার ট্রেড লাইসেন্সের আওতায় রয়েছে এবং প্রত্যেককেই ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বাংলা ভাষার এক বিশাল ঐতিহ্য রয়েছে এবং কলকাতার সিংহভাগ মানুষ বাংলায় লিখতে ও বলতে স্বচ্ছন্দ। জনস্বার্থেই তাই বাংলায় নামফলক বাধ্যতামূলক।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, যে সংস্থা পুরসভার নির্দেশ মানবে না, তাদের সাইনবোর্ড পুরসভা সরিয়ে দিতে পারে। পুরসভার মাসিক অধিবেশনে সহমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ফলে নিয়ম চালু করতে আর কোনও বাধা নেই।

বিভাগীয় আধিকারিকদের মতে, পুজোর আগেই কলকাতার সব বেসরকারি সংস্থার নামফলক বাংলায় দেখা যাবে। এর ফলে শহরের বাণিজ্যিক এলাকায় নতুন এক ভাষাগত ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top