কলকাতা – কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) একটি সংঘবদ্ধ দালালচক্রের সন্ধান পেয়েছে, যারা মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে জাল অস্ত্রের লাইসেন্স এবং ৫০ হাজার টাকায় বন্দুক ও কার্তুজ-সহ ‘সম্পূর্ণ প্যাকেজ’ সরবরাহ করত। একটি স্বনামধন্য জুয়েলারি সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই চক্রের খোঁজ মেলে। অভিযোগে বলা হয়, সংস্থার নিরাপত্তারক্ষীদের ব্যবহৃত অস্ত্রের লাইসেন্স জাল বলে প্রমাণিত হয়েছে। ইতিমধ্যেই ওই সংস্থার আটজন নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। পাশাপাশি, অভিযানে ১৪টি অবৈধ বন্দুক ও ৬৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ধৃতরা শুধু একটি সংস্থাতেই নয়, একাধিক বেসরকারি ব্যাংক, গয়নার দোকান এবং আর্থিক প্রতিষ্ঠানেও জাল লাইসেন্সের মাধ্যমে অস্ত্র সরবরাহ করেছিল। আটক হওয়া নিরাপত্তারক্ষীদের দাবি, তাঁরা এই অস্ত্রের লাইসেন্স জাল ছিল তা জানতেন না।
এই জাল অস্ত্র কারবারের মূলচক্রকে ধরতে ইতিমধ্যেই কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও বর্ধমান জেলাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এসটিএফ জানিয়েছে, এই র্যাকেট রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে এক বড় হুমকি হয়ে উঠতে পারত, তবে যথাসময়ে হস্তক্ষেপে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
