আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধ। ৩১ Aujust পর্যন্ত চলবে না লোকাল ট্রেন। নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন করোনা বিধিনিষেধ বহাল থাকলেও নাইট কার্ফুর সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। পুজোর আগে ব্যবসায়ীদের কথা ভেবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু থাকবে বলে জানানো হয়েছে। এতদিন রাত ৯টা থেকে শুরু হয়ে যেত নাইট কার্ফু।
করোনা সংক্রমণের বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়াল রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, করোনার থার্ড ওয়েভের ঝুঁকি যেহেতু এখনও রয়েছে সেকারণে এখনও বিধিনিষেধ বহাল থাকবে। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। গবেষকরা জানিয়েছেন সেপ্টেম্বর মাসে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা।
সেকারণে আরও বেশি সতর্ক থাকা জরুরি বলে জানিয়েছেন তিনি। তবে রাজ্যে করোনা সংক্রমণ বাড়েনি বলে জানিয়েছেন তিনি। যে বৃদ্ধির কথা বলা হচ্ছে সেটা ঠিক নয়। ভুল খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে সংবাদ মাধ্যমগুলিকে সতর্ক করেছেন তিনি। এখন রাজ্যে দিনে ৬০০ থেকে ৭০০জনের মধ্যে করোনা আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটাই কম বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা সংক্রমণে অনেকটাই কমে গিয়েছে। একাধিক বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু লোকাল ট্রেন চালানোয় কিছুতেই অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার।
এই নিয়ে দফায় দফায় একাধিক স্টেশনে বিক্ষোভ করেছেন স্থানীয় মানুষজন। কাজে যেতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। এই নিয়ে এবার নবান্নে মুখ খুললেন মমতা। তিনি বলেছেন এখনই লোকাল ট্রেন চালানোর অনুমতি দিলে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করবে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী।
আর ও পড়ুন ; Babul Supriya -কে নিয়ে জল্পনা চড়িয়ে দিলেন BJP নেতা Rudranil
কলকাতা সংলগ্ন জেলা গুলিকে করোনা টিকাকরণ ৫০ শতাংশ না করা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর অনুমতি তিনি দিতে পারবেন না বলে জানিয়েছেন। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান জেলায় করোনা টিকাকরণ ৫০ শতাংশ হয়ে গেলে তবেই লোকাল ট্রেন চালানোর অনুমতি তিনি দেবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে করোনার টিকা কম আসছে। দিনে ৩ থেকে ৪ লক্ষ করোনা টিকাকরণ করার চেষ্টা করছে রাজ্য সরকার। কিন্তু টিকার যোগান কম থাকায় সেটা করে উঠতে পারছেন না তাঁরা।
সরকার–বেসরকারি বাস, মেট্রো, অটো, রিকশা সবই চলছে। চলছে না শুধু লোকাল ট্রেন। সাধারণ মানুষের আশা ছিল, আগস্টের মাঝামাঝি সময় থেকে হয়তো চলবে লোকাল ট্রেন। কিন্তু নাহ্। ৩১ আগস্ট পর্যন্ত লোকাল ট্রেন চলবে না। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
যা যা বললেন মুখ্যমন্ত্রী—
• অনেকে প্রশ্ন করছেন লোকাল ট্রেন কেন চলছে না? আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য মেট্রো, বাস চালু করে দেওয়া হয়েছে। আরও কয়েক টা দিন কষ্ট করতে হবে। কারণ এটা মানুষের জীবনের বিষয়। লোকাল ট্রেন চালাতে আরও কিছুদিন সময় নিচ্ছি। তৃতীয় ঢেউয়ের বিষয়টি দেখছি। আগস্টের ৩১ তারিখ পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে।
• সাধারণ মানুষের দাবি মেনে রাত ১১ থেকে সকাল ৫টা পর্যন্ত বিধিনিষেধ থাকবে না। এতে মানুষের কোনও অসুবিধা হবে না। আগে রাত ৯টা থেকে চালু হত বিধিনিষেধ।
• নাইট কারফিউ এখন আরও জোরদার। সে সময় রাস্তায় গাড়ি চলায় নিষেধাজ্ঞা। তবে জরুরি পরিষেবার যানে ছাড়।
• তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আছে, তাই আরও কিছু দিন মানুষকে কষ্ট করতে হবে। সংক্রমণের হার কমেছে বাংলায়।
• গ্রামাঞ্চলে টিকাকরণ বেড়েছে। ইতিমধ্যেই ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। শহরে টিকাকরণের হার খুব ভালো।
• টিকা পাচ্ছি না, তাও সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি।
• সুইমিং পুল, অডিটোরিয়াম, খেলার জায়গা— ইত্যাদিতে আগে ৫০ শতাংশ লোক থাকতে পারতেন। এখন সেই জায়গাগুলোতে পুরোটাই ছাড় দেওয়া হল। অর্থাৎ সব আসনই ভর্তি করা যাবে।