কলকাতা- দক্ষিণ কলকাতার বাসিন্দা সুব্রত সরকার অবশেষে মুক্তি পেলেন ৩৩ বছরের দীর্ঘ কারাবাস থেকে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ আজ আনুষ্ঠানিকভাবে তাঁকে মুক্ত করেন এবং সমাজে মূল স্রোতে ফেরার জন্য সাহায্য হিসাবে তাঁকে একটি অটো তুলে দেন।
১৯ বছর বয়সে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয় সুব্রত সরকারের। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর, আজ তিনি খোলা আকাশের নীচে নতুন জীবন শুরু করার সুযোগ পেলেন। এখন থেকে তিনি রাসবিহারী থেকে বেহালা রুটে অটো চালাবেন, সমাজে পুনর্বাসনের পথে প্রথম পদক্ষেপ হিসেবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুব্রত সরকারের মতো বহু প্রাক্তন বন্দির জন্য পুনর্বাসন প্রকল্প চালু রয়েছে, যাতে তারা অপরাধজীবন থেকে বেরিয়ে নতুনভাবে বাঁচতে পারেন। সংশোধনাগার কর্তৃপক্ষও জানিয়েছে, সুব্রত সরকারের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা করতে তাঁরা ভবিষ্যতেও পাশে থাকবেন।
