৩৪৪ একর অধিক জায়গায় শুধুই রক্তকরবী গাছ লাগিয়ে নজির গড়লেন শিক্ষক অমৃতাভ

৩৪৪ একর অধিক জায়গায় শুধুই রক্তকরবী গাছ লাগিয়ে নজির গড়লেন শিক্ষক অমৃতাভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩৪৪ একর অধিক জায়গায় শুধুই রক্তকরবী গাছ লাগিয়ে নজির গড়লেন শিক্ষক অমৃতাভ। বহুমুখী প্রতিভাসম্পন্ন শিক্ষক অমৃতাভ মণ্ডল আবারও নজির সৃষ্টি করলেন। এই শিক্ষক ১৫০০০ বর্গফুটের (.৩৪৪ একর) অধিক জায়গায় শুধুই রক্তকরবী গাছ লাগিয়েছেন। ইস্টার্ন রেলের হাওড়া আজিমগঞ্জ শাখায় খাগড়াঘাট রোড স্টেশন সংলগ্ন এলাকায় কর্মকাণ্ড করেছেন।

 

জানা গিয়েছে, চার প্রজাতির করবীফুল দেখতে পাওয়া যাবে। খাগড়াঘাট রোড স্টেশনের ১ নং প্ল্যাটফর্মের পাশে পতিত জায়গায় নোংরা আবর্জনা দূষণ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই স্টেশনের ম্যানেজার সাহেবকে দরখাস্ত করেন, সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে বর্ষার আগে জুন মাসে ফুলগাছ লাগানোর জন্য। স্টেশনের টিকিট কাউন্টারের নিকট বিভিন্ন ধরনের ফুলগাছ ও পাতাবাহার গাছও লাগিয়েছেন।

 

করবী গাছের উপকারিতা ও গুণাগুণ অনেক। ভেষজ চিকিৎসায় করবী গাছের রয়েছে আলাদা কদর। করবী গাছ উচ্চতায় ১০-১৫ ফুট পর্যন্ত বেড়ে থাকে। গাছের মূলদেশ থেকে বহু শাখা-প্রশাখা বের হয়। পাতা চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা।পাতার মাঝখানের শিরা বেশ শক্ত।

শিক্ষক অমৃতাভ বলেন, রেলওয়ে স্টেশন নান্দনিক সৌন্দর্যকরণে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে । এই উদ্যোগের আওতায় খাগড়াঘাট রোড স্টেশনের পতিত ভূমিতে সৌন্দর্য্য বর্ধনমূলক রক্তকরবী বৃক্ষের চারা রোপন করা হয়।

 

উল্লেখ্য, বহুমুখী প্রতিভাসম্পন্ন শিক্ষক অমৃতাভ মণ্ডল আবারও নজির সৃষ্টি করলেন।এই শিক্ষক ১৫০০০ বর্গফুটের (.৩৪৪ একর) অধিক জায়গায় শুধুই রক্তকরবী গাছ লাগিয়েছেন। ইস্টার্ন রেলের হাওড়া আজিমগঞ্জ শাখায় খাগড়াঘাট রোড স্টেশন সংলগ্ন এলাকায় কর্মকাণ্ড করেছেন।

 

জানা গিয়েছে, চার প্রজাতির করবীফুল দেখতে পাওয়া যাবে। খাগড়াঘাট রোড স্টেশনের ১ নং প্ল্যাটফর্মের পাশে পতিত জায়গায় নোংরা আবর্জনা দূষণ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই স্টেশনের ম্যানেজার সাহেবকে দরখাস্ত করেন, সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে বর্ষার আগে জুন মাসে ফুলগাছ লাগানোর জন্য। স্টেশনের টিকিট কাউন্টারের নিকট বিভিন্ন ধরনের ফুলগাছ ও পাতাবাহার গাছও লাগিয়েছেন।

আরও পড়ুন – ফুটবল বিশ্বকাপের বিভিন্ন আশ্চর্য জনক ঘটনা

করবী গাছের উপকারিতা ও গুণাগুণ অনেক। ভেষজ চিকিৎসায় করবী গাছের রয়েছে আলাদা কদর। করবী গাছ উচ্চতায় ১০-১৫ ফুট পর্যন্ত বেড়ে থাকে। গাছের মূলদেশ থেকে বহু শাখা-প্রশাখা বের হয়। পাতা চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা।পাতার মাঝখানের শিরা বেশ শক্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top