নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৩১ মার্চ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ভিন রাজ্যে আটকে থাকা ৩৭৫ জন শ্রমিকের দলকে খাবার ব্যবস্থা করলেন। এদের প্রত্যেকটি শ্রমিকের দল বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কাজের সূত্রে গিয়েছিলেন। গত ২৫ তারিখ মাননীয়া মহুয়া মৈত্র তিনি তার সোশ্যাল নেটওয়ার্ক সাইডে মোট ৯ ব্লকের নাম উল্লেখ করেন। সে সব ব্লকের সাথে সাথে করিমপুর ব্লক সহ বিভিন্ন জায়গার শ্রমিকদের তিনি খাদ্য প্রদান করেন। সুরাটে আটকে থাকা দলকে তিনি খাবার প্রদান করেন।
তিরুবনন্তপুরম-এর সাংসদ শশী থারুর সাহায্যে তিনি ওইখানকার আটকে থাকা শ্রমিকদের খাদ্য প্রদান করেন। এছাড়াও হায়দ্রাবাদে কাজের সূত্রে গিয়ে আটকা পরে যান নদিয়ার চাপরার সাইফুল শেখ এবং আরো ১৫ জন তাদেরকেও খাদ্য প্রদান করেন।প্রত্যেক পরিবারের লোকজনেরা অনেক খুশি এবং চিন্তা মুক্ত।কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তিনি আরো বলেন ভয় পাবার কিছু নেই আতঙ্কিত হবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি।