বিনোদন – প্রায় তিন মাস পর অবশেষে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই রানি’ হিসেবে পরিচিত এই অভিনেত্রীকে শেষবার সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে। শুক্রবার কালো শাড়ি ও ফুলস্লিভ ব্লাউজ পরে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। খোলা চুল, মানানসই গয়না ও মেকআপে চেনা হাসি নিয়ে ধরা দেন অনুরাগীদের সামনে।
এবারের লুকে তাঁর গাল ভারী হয়েছে, সামান্য ওজন বেড়েছে, এমনকি ডবল চিনও নজর কেড়েছে। তবে আত্মবিশ্বাসে বিন্দুমাত্র ঘাটতি দেখা যায়নি অভিনেত্রীর। এর আগে ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মঞ্চে এবং পরে মহানায়ক সম্মান অনুষ্ঠানে দেখা মিলেছিল সৌমিতৃষার। তখনই তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি।
শোনা গিয়েছিল, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সৌমিতৃষা। তাঁর কিডনিতে স্টোন হয়েছিল এবং তার অপারেশন হয়। অসুস্থতার কারণে তিনি শ্যুটিং এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন। বর্তমানে অনেকটাই সুস্থ হওয়ায় আবারও জনসমক্ষে দেখা যাচ্ছে তাঁকে।
‘মিঠাই’ ধারাবাহিকে বিরাট সাফল্যের পর দেবের নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছিল সৌমিতৃষার। এরপর সৌরভ দাসের সঙ্গে একটি ছবিতে কাজ করেন এবং হইচই প্ল্যাটফর্মে মুক্তি পায় তাঁর ওয়েব সিরিজ কালরাত্রি। এই সময় তিনি প্রায়শই অনুরাগীদের জন্য মিনি ভ্লগ পোস্ট করতেন। তবে হঠাৎই সবকিছু থেকে দূরে সরে যান।
দীর্ঘ বিরতির পর সৌমিতৃষার সোশ্যাল মিডিয়ায় প্রত্যাবর্তনে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। কমেন্ট বক্স ভরে উঠেছে শুভেচ্ছা আর ভালোবাসায়।
