দেশ – ব্যাংক ঋণ জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে আগামী ৫ অগস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্কের কাছ থেকে প্রায় ৩ হাজার কোটি টাকার ঋণের দুর্নীতি সংক্রান্ত এই মামলায় ইডি সম্প্রতি অনিল আম্বানির ঘনিষ্ঠ সংস্থার বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি ও হার্ডড্রাইভ বাজেয়াপ্ত করেছে।
দিল্লি ও মুম্বইয়ে ২৪ জুলাই থেকে তিন দিনের অভিযান চলে, যেখানে ৫০টিরও বেশি সংস্থা ও ২৫ জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ, ঋণের অর্থ অবৈধভাবে অন্যত্র সরানো হয়েছে, এবং ঋণের অনুমোদনের আগে ইয়েস ব্যাঙ্কের প্রোমোটারদের ঘনিষ্ঠ সংস্থাগুলিতে বিপুল ঘুষ দেওয়া হয়েছিল। এছাড়া একাধিক ঋণ সংস্থা একই পরিচালকের অধীনে পরিচালিত হতো এবং ঋণ মঞ্জুরির সময় প্রয়োজনীয় নথিপত্র ছিল না।
রিলায়্যান্স পাওয়ার ও রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচার জানায়, ইডির এই তল্লাশি তাঁদের ব্যবসা বা আর্থিক কার্যক্রমে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না। ইডিকে তদন্তের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI), ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক (NHB) ও অন্যান্য সংস্থা রিপোর্ট দিয়েছে। বিশেষত RHFL-এর বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।
এদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনিল আম্বানি ও তাঁর সংস্থাকে ‘জালিয়াতি অ্যাকাউন্ট’ হিসেবে চিহ্নিত করেছিল, যা নিয়ে গত কয়েক বছর ধরে আইনি লড়াই চলছে।
