নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৩ ফেব্রুয়ারি, ৪ ঠা ফেব্রুয়ারি বনগাঁ স্টেডিয়ামে দলীয় সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। স্টেডিয়াম পার্শবর্তী যে ময়দানটিতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করার কথা এদিন সোমবার সকালে সেখানে হয়ে গেল মহড়া উড়ান।
রাজ্য এ্যাভিয়েশন বোর্ডের কপ্টারটি সকাল ১০।৫৬ মিনিটে মাঠে অবতরণ করে। বিমান কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা সামগ্রিক ব্যাবস্থা খতিয়ে দেখেন। নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য মাঠে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও মহকুমা শাসক সহ একাধিক আধিকারিকরা। সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখার পর ১১।২৬ মিনিট নাগাদ কপ্টারটি নির্দিষ্ট গন্তব্যে উড়ে যায়