বাড়ি থেকে ৪০কিলোমিটার দূরে এক তৃণমূল সমর্থকের মৃতদেহ উদ্ধার

বাড়ি থেকে ৪০কিলোমিটার দূরে এক তৃণমূল সমর্থকের মৃতদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বাড়ি থেকে ৪০কিলোমিটার দূরে এক তৃণমূল কংগ্রেস সমর্থকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার কালিয়াচক থানা এলাকায়।ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করোছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে,মৃত তৃণমূল কংগ্রেস সমর্থকের নাম নাসিম ইয়জাদানী(৩৮)। মৃত কর্মীর শরীরে ও মাথায় ভারী বস্তুদিয়ে আঘাতের চিহৃ রয়েছে। দেহটি বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রামে জমিতে পড়ে থাকতে দেখা যায়।

 

মৃত ব্যক্তির বাড়ি কালিয়াচক থানার নওয়াদা যদুপুর এলাকায়।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মৃত জামাই শফিউল হক জানান, গতকাল রাত্রিবেলা মেয়ের জন্য বাজার করে বাড়িতে দিয়ে বাইরে বের হন। রাত গড়িয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেই সময় কালিয়াচক ও বৈষ্ণবনগর থানায় খোঁজাখুঁজি শুরু করলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। এরপর শুক্রবার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে খবর আসে ভুট্টার ক্ষেতের মধ্যে মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ইয়াজদানীর মৃতদেহ পড়ে রয়েছে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আর ও পড়ুন    দেশজুড়ে ব্যাংক প্রতারণা মূল পান্ডা গ্রেপ্তার

একটি বুলেটের চিহ্ন রয়েছে। তার বাইক, মোবাইল ফোন কিছুই নেই। দেখে মনে হচ্ছে অন্য কোথাও খুন করে ভুট্টার ক্ষেতে ফেলে দিয়ে গিয়েছে। আমরা পুলিশ-প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্ত চাই অভিযুক্তের শাস্তি চাই। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, বৈষ্ণবনগর ভগবানপুর এলাকার আমাদের তৃণমূলের সমর্থক খুন হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে বলব এর সঠিক তদন্ত করে অভিযুক্তদের শাস্তি পেতে হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। যদি তাকে খুন করা হয়ে থাকে তাহলে আমরা বলবো দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানবো পুলিশ প্রশাসনের কাছে। ৪০কিলোমিটার

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top