৪০ দিন গান্ধীপূর্তির পাদদেশে ধরনার অনুমতি হাইকোর্টের। ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসতে পারবেন চাকরি প্রার্থীরা আরো ৪০ দিন। অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা এই অনুমতি দিয়েছেন। গত কয়েকমাস ধরে ধর্মতলায় চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ বেআইনি দাবি করে তাঁদের বারবার উঠে যেতে বলছেন। পুলিশ বারবার তাদের নোটিস পাঠিয়ে উঠে যেতে বলছে। কিন্তু আদালতের নির্দেশের পর আগামী ৪০ দিন আর তাদের অবস্থান বিক্ষোভকে বেআইনি বলতে পারবে না ।
একের পর এক মামলায় জয় হয়েছে চাকরি প্রার্থীদের। গতকাল ক্যামাকস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি হয় চাকরি প্রার্থীদের এই ঘটনায় ৩০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। অস্ত্র আইনেও মামলা করা হয়েছিল। অরুণিমা পাল নামে এক চাকরি প্রার্থীর হাতে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশকর্মীর বিরুদ্ধে।
সেই ঘটনায় অরুণিমা পাল সহ ৩০ জন চাকরি প্রার্থীকে জামিন দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। তবে তাঁদের আগামী ৭দিন হেয়ারস্ট্রিট থানায় হাজিরা দিতে বলা হয়েছে। চাকরি প্রার্থীদের জামিনকে নৈতিক জয় বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। যে পুলিশ কর্মীর বিরুদ্ধে অরুণিমা পালকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি সেইদিন পুলিশকর্মীকে আগে কামড়ে দিয়েছিলেন অরুণিমা পাল তারপরেই ওই মহিলা পুলিশকর্মী রেগে গিয়ে পাল্টা অরুণিমা পালকে কামড়ে দেন।
আরও পড়ুন – ৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন অল ইন্ডিয়া খেতমজদুর সংগঠনের
যদিও এই অভিযোগ একেবারেই মিথ্যে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। ৩০ জন চাকরি প্রার্থীকে গ্রেফতার করায় গতকাল রাতভর উত্তপ্ত ছিল লালবাজার। সেখানে গ্রেফতারকৃত চাকরি প্রার্থীদের কোনও রকম চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এমনকি ধস্তাধস্তির সময় পুলিশকর্মীরা আন্দোলনকারীদের মারধর করে বলেও অভিযোেগ। চাকরির দাবিতে যাঁরা আন্দোলন করছেন তাঁদের সাথে দুষ্কৃতির মত আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।