৪৪-এ পড়লেন করিশ্মা কাপুর। দিদির জন্মদিন উপলক্ষ্যে বিদেশে পাড়ি দিলেন সইফ-করিনা।আর সেখানেই করিশ্মার জন্মদিন পালন করলেন করিনা।সইফ, করিনার সঙ্গে লন্ডনে হাজির হন সোনাম কাপুর, আনন্দ আহুজা , ব্যবসায়ী আদর পুনাওয়ালা এবং তাঁর স্ত্রী নাতাশা পুনাওয়ালাও l আর এই জন্মদিনের পার্টিতে সেফ করিনা সোনাম , করিশ্মার আনন্দের কিছু মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায় l