৪৪ বছরে পদার্পণ ‘ক্যাপ্টেন কুল’-এর: জন্মদিনে ঝলমলে ধোনির ক্রীড়া ও সম্পদের যাত্রা

৪৪ বছরে পদার্পণ ‘ক্যাপ্টেন কুল’-এর: জন্মদিনে ঝলমলে ধোনির ক্রীড়া ও সম্পদের যাত্রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – আজ, ৭ জুলাই ২০২৫, ভারতের অন্যতম সফল এবং জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি তাঁর ৪৪তম জন্মদিন উদযাপন করছেন। ‘ক্যাপ্টেন কুল’ নামে পরিচিত এই কিংবদন্তি খেলোয়াড় কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও নিজের উপস্থিতিতে ভক্তদের মন জয় করে নিয়েছেন। ক্রিকেটার হিসেবে ভারতীয় দলকে তিনটি আইসিসি ট্রফি এনে দেওয়া ধোনি, আজ ব্যবসার দুনিয়াতেও একজন প্রতিষ্ঠিত নাম। ধোনি এখন দেশের অন্যতম ধনী ক্রীড়াব্যক্তিত্ব, যার সম্পদের পরিমাণ প্রতি বছর বেড়েই চলেছে।

রাঁচির এক সাধারণ পরিবারের ছেলে ধোনির ক্রিকেট যাত্রা শুরু হয় কঠোর পরিশ্রম এবং অদম্য আত্মবিশ্বাস নিয়ে। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিনি একের পর এক নজির গড়েছেন। তাঁর নেতৃত্বে ভারত জেতে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচবার শিরোপা জেতার নজিরও রয়েছে তাঁর নামে। ধোনির ঠান্ডা মাথা, কৌশলী সিদ্ধান্ত এবং নেতৃত্ব তাঁকে কোটি ভক্তের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে।

ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, তাঁর আয়ের জোয়ার থামেনি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে ধোনির মোট নেট ওয়ার্থ ১২০ মিলিয়ন মার্কিন ডলার বা ১০০০ কোটি টাকারও বেশি। আইপিএল থেকে তাঁর মোট আয় ২০৪.৪ কোটি টাকা, যেখানে তিনি ১৮টি মরসুমে অংশ নিয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত তাঁর ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে প্রায় ৮০৩ কোটি টাকা (৯৫.৬ মিলিয়ন ডলার), যা প্রমাণ করে যে, ক্রিকেট ছেড়ে দিলেও ধোনির জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি।

ক্রিকেটের বাইরেও ধোনির ব্যস্ততা কম নয়। তিনি বিভিন্ন ব্যবসা ও বিনিয়োগে যুক্ত রয়েছেন—ক্রীড়া, ফ্যাশন, বিনোদন ও রিয়েল এস্টেট খাতে। তাঁর মালিকানাধীন কোম্পানি ‘রাঁচি রেজ’ হকি দল এবং ‘ধোনি স্পোর্টস’-এর মতো সংস্থাগুলি তাঁর নতুন ব্যবসায়িক পরিচয় গড়ে তুলেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তিনি বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং সেখান থেকে মোটা অঙ্কের পারিশ্রমিক পান। তাঁর বার্ষিক আয় কোটি কোটি টাকায় পৌঁছেছে, যা মূলত আসে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও ব্যবসা থেকে।

ধোনির সম্পত্তির মধ্যে রয়েছে রাঁচিতে একটি বিলাসবহুল ফার্মহাউস, মুম্বাই ও দুবাইয়ে উচ্চমূল্যের আবাসন, এবং অসাধারণ গাড়ি-বাইক সংগ্রহ। গাড়ি ও বাইকের প্রতি ধোনির ভালোবাসা সুবিদিত। তাঁর সংগ্রহে রয়েছে হামার এইচ২, অডি কিউ৭, ফেরারি ৫৯৯ জিটিও, রোলস রয়েস সিলভার শ্যাডো, জিপ গ্র্যান্ড চেরোকি ট্র্যাকহক, মার্সিডিজ বেঞ্জ জিএলই, নিসান জংগা-সহ বহু দুর্লভ এবং বিলাসবহুল যানবাহন।

জন্মদিনে এমএস ধোনিকে ঘিরে ভক্তদের ভালোবাসার ঢল বইছে সামাজিক মাধ্যমে। কোটি কোটি মানুষ আজ তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন—শুধু একজন ক্রিকেটার নয়, একজন প্রেরণাদায়ক চরিত্র হিসেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top