৪৮ ঘন্টা পর মাটির স্তূপ থেকে দেহ উদ্ধার হলো মণিপুরে ধসে নিখোঁজ বসিরহাটের সেনা জওয়ানের

৪৮ ঘন্টা পর মাটির স্তূপ থেকে দেহ উদ্ধার হলো মণিপুরে ধসে নিখোঁজ বসিরহাটের সেনা জওয়ানের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৪৮ ঘন্টার লাগাতার চিরুনী তল্লাশির পর অবশেষে মাটির স্তূপ থেকে দেহ উদ্ধার হলো মণিপুরে ধসে নিখোঁজ বসিরহাটের সেনা জওয়ানের ‌‌।। প্রায় আটচল্লিশ ঘন্টার লাগাতার তল্লাশির পরে অবশেষে উদ্ধার হল মণিপুরের ধসে নিখোঁজ বসিরহাটের সেনা জওয়ানের। বৃহস্পতিবার ভোররাতে মণিপুরের নেনো জেলায় টুপুল রেল ইয়ার্ডে রেললাইন পাতার কাজের সময় সেখানকার নিরাপত্তার কাজে কর্ম‍রত ছিলেন বসিরহাটের মাটিয়া থানার ঘোড়ারাস কুলীনগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘোড়ারাস উত্তরপাড়ার বাসিন্দা শেখ মহিউদ্দিন। সেই সময় অতিরিক্ত বৃষ্টির জেরে বিধ্বংসী ধসে নিখোঁজ হয়ে যান তিনি।

 

তারপর থেকে তার খোঁজে তল্লাশি শুরু করেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, আসাম রাইফেল্স ও টেরিটোরিয়াল আর্মি। প্রায় ৪৮ ঘন্টারও বেশি লাগাতার তল্লাশি চালানোর পরে অবশেষে মাটির স্তূপের নিচে থেকে টেরিটোরিয়াল আর্মির ১০৭ ব্যাটালিয়নের সেনা জওয়ান শেখ মহিউদ্দিনের সহ মোট তিন সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার করলো উদ্ধারকারী দল। এই খবর জানার পরেই শোকের ছায়া নেমে এসেছে ঘোড়ারাস উত্তরপাড়ার শেখ মহিউদ্দিনের পরিবারে। পরিবার সূত্রে জানা গিয়েছে দেহটি ইতিমধ্যে ভারতীয় সেনা তাদের নিজেদের হেফাজতে রেখেছে। সেনা হাসপাতালে তার ময়নাতদন্ত চলবে। তারপর আগামীকাল রবিবার আকাশপথে তাকে আনা হবে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে তার বাড়িতে।

আরও পড়ুন – গুলিতে খুন যুবক, তীব্র উত্তেজনা ভাটপাড়ার বাকরমহল্লায়

উল্লেখ্য, ৪৮ ঘন্টার লাগাতার চিরুনী তল্লাশির পর অবশেষে মাটির স্তূপ থেকে দেহ উদ্ধার হলো মণিপুরে ধসে নিখোঁজ বসিরহাটের সেনা জওয়ানের ‌‌।। প্রায় আটচল্লিশ ঘন্টার লাগাতার তল্লাশির পরে অবশেষে উদ্ধার হল মণিপুরের ধসে নিখোঁজ বসিরহাটের সেনা জওয়ানের। বৃহস্পতিবার ভোররাতে মণিপুরের নেনো জেলায় টুপুল রেল ইয়ার্ডে রেললাইন পাতার কাজের সময় সেখানকার নিরাপত্তার কাজে কর্ম‍রত ছিলেন বসিরহাটের মাটিয়া থানার ঘোড়ারাস কুলীনগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘোড়ারাস উত্তরপাড়ার বাসিন্দা শেখ মহিউদ্দিন। সেই সময় অতিরিক্ত বৃষ্টির জেরে বিধ্বংসী ধসে নিখোঁজ হয়ে যান তিনি।

 

তারপর থেকে তার খোঁজে তল্লাশি শুরু করেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, আসাম রাইফেল্স ও টেরিটোরিয়াল আর্মি। প্রায় ৪৮ ঘন্টারও বেশি লাগাতার তল্লাশি চালানোর পরে অবশেষে মাটির স্তূপের নিচে থেকে টেরিটোরিয়াল আর্মির ১০৭ ব্যাটালিয়নের সেনা জওয়ান শেখ মহিউদ্দিনের সহ মোট তিন সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার করলো উদ্ধারকারী দল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top