নদিয়া -মাজদিয়া রথতলা যুবগোষ্ঠীর পুজো এবার ৪৯ বছরে পদার্পণ করল। এ বছরের পুজোতে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি। উদ্যোক্তারা মন্ডপ সাজাতে ব্যবহার করেছেন তাদের ঐতিহ্যবাহী পরিধান, গয়না এবং প্রকৃতির উপাদান।
মন্ডপটি দেখতে ভিড় হবে এমন আশা প্রকাশ করেছেন আয়োজনকারীরা। চারপাশের প্রাকৃতিক উপকরণ ও সাংস্কৃতিক উপাদানগুলো মিলে মণ্ডপটি এক অনন্য সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী অভিজ্ঞতা দেবে দর্শকদের।
