৪ জেলাতে তাপপ্রবাহের সতর্কতা

৪ জেলাতে তাপপ্রবাহের সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৪ জেলাতে তাপপ্রবাহের সতর্কতা। বৃহস্পতিবার থেকে রাজ্যের ৪ জেলাতে তাপপ্রবাহের সতর্কতা। ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা। গরম বাড়বে কলকাতাতেও। তবে এখনই কালবৈশাখী বা বৃষ্টির সম্ভাবনা নেই।

 

সবে এখন চৈত্র মাসের মাঝামাঝি। আর তাতেই গরমে রীতিমতো গা জ্বালা করছে । একাধিক জেলার তাপমাত্রা তো এখন ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।

 

এই পরিস্থিতি এখনই বদলাচ্ছে না, বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বরং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

 

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে এখনই কালবৈশাখী বা বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই।

 

গত কয়েকদিন ধরেই রোদের তেজ প্রবল ঊর্ধ্বমুখী। ফলে বাড়ছে তাপমাত্রাও। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় পারদ ৪০ ডিগ্রি  ছুঁইছুঁই। জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রিরও  বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের ৩৭.৫, কলাইকুন্ডায় ৩৮.৮, বাঁকুড়া ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান অত্যধিক পরিমাণে বেশি থাকার ফলে গরমের অস্বস্তি বাড়ছে।

 

আলিপুর হাওয়া অফিস বলছে, কালবৈশাখী যদি না হয়,তাহলে এই পরিস্থিতি চলবে আরও কিছুদিন ধরে।  আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশকুমার দাস বলেন, এই গরম কিছুদিন চলবে। পশ্চিমের ৪ জেলাতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বৃহস্পতিবার থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই বললেই চলে।

 

শুধু ৪ জেলিতেত নয়, India Meteorological Department রবিবার আবহাওয়া বুলেটিনে বলেছে, আগামী তিন দিনের মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চল এবং গুজরাতের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ বাড়বে। পরবর্তী চার থেকে পাঁচ দিনের মধ্যে, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং রাজস্থানে চড়বে পারদ। ২৯ থেকে ৩১ শে মার্চ, দক্ষিণ হরিয়ানা, বিহার, দক্ষিণ পাঞ্জাব, ঝাড়খণ্ড, মারাঠওয়াড়াতে তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা।

: https://shinetv.in/আরও-বারবে-গরমরাজ্যের-৪-জে/

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top