বাঁকুড়া – চার মাস ধরে বাঁকুড়ার বড়জোড়া বনাঞ্চলে অবস্থান করার পর অবশেষে পুরোনো রুট ধরে দলমার পথে ফিরতে শুরু করেছে ৬৩টি হাতির বিশাল দল। গতকাল সন্ধ্যার পর থেকে ধাপে ধাপে হাতিগুলি সাহারজোড়া ও পাবয়ার জঙ্গল ছেড়ে পশ্চিম মেদিনীপুরের দিক দিয়ে আগের পথেই এগোতে শুরু করে। আলু বসানোর মৌসুমে হাতিদের এই প্রত্যাবর্তন এলাকায় ফের নতুন করে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
প্রতি বছরের মতো এ বছরও আগস্টের গোড়ায় খাবারের সন্ধানে দলমা থেকে বাংলায় আসে এই বিশাল হাতির দল। পশ্চিম মেদিনীপুর হয়ে তারা এসে থামে বড়জোড়ার পাবয়া ও সাহারজোড়ার বনাঞ্চলে। বিচ্ছিন্নভাবে জঙ্গলে ঘোরাফেরা করার সময়ে হাতিদের নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে, এবং গ্রাম লাগোয়া এলাকাগুলিতে ফসলহানি, ঘরবাড়ি ভাঙচুর এবং প্রাণহানির ঘটনাও বাড়তে থাকে। এই বিপদ এড়াতে গত চার মাস ধরে বন দফতর হাতির দলকে তারকাঁটায় ঘেরা নির্দিষ্ট এলাকায় আটকে রাখে, এবং খাবারের কোনো অভাব না হয় সেদিকেও বিশেষ নজর রাখা হয়।
এমন পরিস্থিতিতে আমন ধান কাটার মরসুম শেষ হতেই হাতির দল ফের দলমার পথে যাত্রা শুরু করেছে। বন দফতর সূত্রে জানা গেছে, মোট তিনটি দলে ভাগ হয়ে হাতিগুলি পশ্চিম মেদিনীপুর হয়ে এগোচ্ছে। তাদের যাত্রাপথে যাতে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয় এবং হাতিদের নিরাপত্তা যাতে কোথাও বিঘ্নিত না হয়, সে বিষয়ে দফতর লাগাতার নজরদারি চালাচ্ছে।




















