“৪ সেপ্টেম্বর কি শেষবার আর্জেন্টিনার জার্সিতে? অবসর জল্পনায় জড়ালেন লিওনেল মেসি”

“৪ সেপ্টেম্বর কি শেষবার আর্জেন্টিনার জার্সিতে? অবসর জল্পনায় জড়ালেন লিওনেল মেসি”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খেলা – লিওনেল মেসি কি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন? লিগস কাপের সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁর এক মন্তব্যে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে। বুধবারের সেমিফাইনালে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলেন মেসি। ম্যাচ-পরবর্তী এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিরুদ্ধে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ তাঁর কাছে “খুবই স্পেশাল” হতে চলেছে।

যেহেতু আর্জেন্টিনা আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, তাই এটি হবে ঘরের মাঠে তাঁদের শেষ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। মেসি আরও বলেন, “জানি না ওই ম্যাচের পর আর কোনো ফ্রেন্ডলি বা অন্য খেলা হবে কিনা।” তিনি জানান, সেদিন তাঁর স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন এবং আত্মীয়স্বজনরা একসঙ্গে মাঠে উপস্থিত থাকবেন। এই মন্তব্যের পরেই ভক্তদের মধ্যে জল্পনা ছড়িয়েছে যে ৪ সেপ্টেম্বরই হয়তো আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামবেন এলএমটেন।

তবে আগামী বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কিনা, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। বর্তমানে চোটমুক্ত মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং লিগস কাপের মাঠে একের পর এক নজরকাড়া পারফরম্যান্স উপহার দিচ্ছেন। ভারতেও মেসি-জ্বর তুঙ্গে। জানা গিয়েছে, ডিসেম্বরে ভারত সফরের কথা থাকলেও নভেম্বরেই কেরলে আর্জেন্টিনা দলের হয়ে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

তবে মেসি কি সত্যিই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এটি শুধুই ভক্তদের জন্য একটি চমক — তার উত্তর মিলবে ৪ সেপ্টেম্বরের পরেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top