কলকাতা – বৃহস্পতিবার নির্বাচন কমিশনে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, পাঁচটি লোকসভা কেন্দ্র জুড়ে মোট ১৩ লক্ষ ২৫ হাজার ডবল এন্ট্রির তথ্য তাঁর হাতে রয়েছে। সেই সংক্রান্ত নথিপত্রই আজ জমা দিয়েছেন তিনি কমিশনের হাতে। শুভেন্দুর অভিযোগ, এই ডবল এন্ট্রি আসলে ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের প্রমাণ, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলেছে।
তিনি জানান, “একই নাম, একই ঠিকানা, কখনও বা সামান্য বানান পরিবর্তন করে একাধিকবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সুষ্ঠু ভোট পরিচালনা সম্ভব নয়।” কমিশনের কাছে তাঁর দাবি—এই সব ডবল এন্ট্রি অবিলম্বে যাচাই করে সংশোধন করা হোক, নইলে গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, জমা দেওয়া তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হবে দ্রুতই। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র আলোড়ন তৈরি হয়েছে।




















