নিজস্ব সংবাদদাতা ২৪জানুয়ারি ২০২১ পূর্ব মেদিনীপুর: ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর ওই অভিযুক্ত যুবককে ধরে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা।
এমনই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পটাশপুর ১নং ব্লকের অমরপুর উত্তর পাড়া গ্রামে।পরিবারের অভিযোগ শনিবার দুপুর বেলা থেকে খোঁজ মিলছিল না ওই শিশুটির। পরে দুপুর আড়াইটা নাগাদ স্থানীয় একটি ফাঁকা মাঠে মজে যাওয়া পুকুরে পাঁকের মধ্যে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। জানা গেছে, শিশুটিকে কুলের লোভ দেখিয়ে সেখানে নিয়ে গেছিল অভিযুক্ত শুভেন্দু নামে এক যুবক। ধর্ষণের সময় শিশুটি বাঁধা দেওয়ার চেষ্টা করলে গলা টিপে খুন করে সে। এরপর পুকুরের পাঁকে পুঁতে দেয় মৃতদেহ। দীর্ঘক্ষণ খোঁজা খুঁজি পর পুকুর থেকে উদ্ধার ওই শিশুটির মৃতদেহ। ধর্ষণ ও খুনের অভিযোগে শুভেন্দু ঘটম (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে তাঁর বাবা-মাকেও আটক করেছে তাঁরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী। তবে মৃত শিশুটির পরিবার অভিযুক্ত যুবকের ফাঁসি দাবি জানিয়েছেন। যাতে এমন কোন ঘটনা অন্য কোনো শিশুর সঙ্গে না হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।