নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৭ মার্চ, পূর্ব বর্ধমানের সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্ত উপলক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের রাধানগর পাড়ায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত,খোকন দাস,শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস,শহর তৃণমূল কংগ্রেস যুব সভাপতি জয়দেব মুখার্জি, স্থানীয় প্রাক্তন কাউন্সিলার ওমা সাঁই সহ অনান্য তৃনমূল কংগ্ৰেসের কর্মী সমর্থকরা।
এদিন মন্ত্রী স্বপন দেবনাথ শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা কংগ্ৰেসের পক্ষ থেকেও এদিন বর্ধমান বিসি রোড জেলা কংগ্রেস অফিসের সামনে সাইবাড়ি হত্যাকান্ডের মৃত শহীদদের স্মরন করে শহীদ বেদিতে মাল্যদান করেন কংগ্ৰেসের কর্মীসমর্থকেরা।