নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার খামারবাড়ি এলাকায় এক ৫০ বছর বয়সি মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল।ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, শনিবার দুপুরে ওই মহিলা জঙ্গলে ছাগল চড়াতে গিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। রাত বাড়তে থাকায় এলাকার সকলে তাকে খুঁজতে শুরু করে।বেশ কিছুক্ষন পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে জঙ্গলে বিবস্ত্র অবস্থায় তার দেহ উদ্ধার হয়।ঘটনাস্থলে একটি মোবাইলও পাওয়া যায়।ঘটনার খবর দেওয়া হয় শালবনী থানায়।এই খুনের জেরে ভোরবেলায় এক যুবককে আটক করে পুলিশ।বৃদ্ধা মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।ধর্ষণ করে মহিলাকে খুন করা হয়েছে এমনটাই অনুমান করা হয়েছে।