৫০ লিটার অবৈধ চোলাই মদ এবং ৪ হাজার লিটার মদ তৈরির উপকরণ নষ্ট করল সাঁকরাইল থানার পুলিশ। সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর রগড়া অঞ্চলের হরিপাল ও রোহিনী অঞ্চলের ছেলিয়াসিঙ্গা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ অবৈধ চোলাই মদের ঠেকে হানা দেয়। এদিন ওই এলাকায় চোলাই মদের ঠেকে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ ও ৪০০০ লিটার মদ তৈরির উপকরণ সহ মদ তৈরির যাবতীয় সরঞ্জাম নষ্ট করে দেয়। সাঁকরাইল ব্লক এর ওই এলাকা গুলিতে রমরমিয়ে চলতেছিল অবৈধ চোলাই মদের কারবার।
তাই অবৈধ চোলাই মদের কারবার রুখতে সাঁকরাইল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় এবং নষ্ট করে দেওয়া হয় অবৈধ চোলাই মদের ঠেক গুলিকে। তবে চোলাই মদ ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা পুলিশ গ্রামে যাওয়ার আগে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাই পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে নি। সাঁকরাইল থানার বিভিন্ন এলাকায় অবৈধ চোলাই মদের ভাটি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান । যার ফলে চোলাই মদের ঠেকগুলিতে নানা রকম অসামাজিক কাজকর্ম হয়।
আরও পড়ুন – ভরসন্ধেয় তিলোত্তমায় জোড়া খুন, উদ্ধার হলো দম্পতির রক্তাক্ত দেহ
আবগারি দপ্তর কে বিষয়টি জানানো সত্ত্বেও তারা ঐ চোলাই মদের ভাটি গুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে স্থানীয় বাসিন্দারা জানান। বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ওই এলাকা থেকে চোলাই মদ বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য নিয়ে যায় ।অবশেষে সাঁকরাইল থানার পুলিশ চোলাই মদের ভাটি গুলি ভেঙে দেওয়ায় ওই এলাকার বাসিন্দারা খুশি। সেই সঙ্গে গ্রামবাসীরা পুলিশের কাছে দাবি জানিয়েছেন মাঝেমধ্যে ওই এলাকায় এসে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য । সাঁকরাইল থানার পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি ওই এলাকার বাসিন্দারা।