৫০ হাজার টাকার বই বিক্রিকে গুরুত্ব দিচ্ছে জেলা সিপিএম

৫০ হাজার টাকার বই বিক্রিকে গুরুত্ব দিচ্ছে জেলা সিপিএম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৫০ হাজার টাকার বই বিক্রিকে গুরুত্ব দিচ্ছে জেলা সিপিএম। পুজোয় বইয়ের স্টল দিয়ে জনসংযোগের পুরানো কৌশল ধরে রেখে সাড়া পেল পুরুলিয়া জেলা সিপিএম। সাংগঠনিক শক্তি আগের মতো নেই, নেই নির্বাচিত জনপ্রতিনিধি। ওই অবস্থা থেকে কেন্দ্র এবং রাজ্য এই দুই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু খাড়া করে রাজনৈতিক কর্মসূচিতে সান দিচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বামেরা।

 

এই পরিস্থিতিতে পূজো মরশুমে স্টল থেকে বই বিক্রির সাফল্যে উজ্জীবিত করছে বামেদের বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এবার পুজোয় পুরুলিয়া শহরের নডিহা, ডাকবাংলো এলাকা মিলিয়ে দু’টি, এছাড়া রেলশহর আদ্রা, মানবাজার, পাড়া ব্লকের নডিহা মিলে তিনটি। মোট পাঁচটি স্টল থেকে ৫০ হাজার টাকার বেশি বই বিক্রি হয়েছে। সিপিএমের পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় বলেন, ‘এখনও পুরো হিসাব আসেনি।

 

তবে ৫০ হাজার টাকার বেশি বিক্রি হয়েছে। যদিও পূজো সংখ্যা সহ বিক্রির বিস্তারিত পুরো হিসেব এখনও হাতে এসে পৌঁছায় নি’। দলীয় সূত্রে জানা গিয়েছে, এবার বইপত্র কেনাকাটায় ভালো সাড়া মিলেছে। যদিও বৃষ্টির কারণে কাশীপুর ও রঘুনাথপুরে স্টল নষ্ট হয়ে যাওয়ায় সেখানে নতুন করে স্টল গড়ে বিক্রি করা যায় নি। একুশের নির্বাচনে একটি আসনও পাননি তাঁরা।

আরও পড়ুন – খেলার মাধ্যমে প্রয়াত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি

২০১১ সালের পর থেকে ক্রমাগত সংগঠনে ঘটেছে রক্তক্ষরণ। সাংগঠনিক দুর্বলতা ঠেকানো যায়নি। তাই বারবার নানা কৌশল নিয়ে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ৩৪ বছরের শাসনে থাকা লালপার্টিকে। এখন বাংলা থেকে কোনও সদস্য নেই লোকসভাতেও। এই পরিস্থিতিতে দুর্গাপুজোয় মার্কসীয় স্টলে ৫০ হাজার টাকার বই বিক্রিকে গুরুত্ব দিচ্ছে জেলা সিপিএম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top