৫ দফা দাবির ভিত্তিতে আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির ধর্না প্রদর্শন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি। ৫ দফা দাবি আদায়ের ভিত্তিতে স্মারকলিপি প্রদান ও ধর্না প্রদর্শন কর্মসূচি পালন করা হল মঙ্গলবার ইটাহার। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির তরফে এদিন ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনের তরফে।
এদিন আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির তরফে বেশকিছুক্ষন বিডিও অফিসের প্রাঙ্গণে ধর্না প্রদর্শন করার পর ৫ দফা লিখিত দাবিপত্র ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে প্রদান করে।
মূলত, সারনা ধর্ম কোডকে অবিলম্বে মান্যতা দিয়ে জনগননায় সামিল করা, আসাম ও আন্দামানে শতাব্দিব্যাপী বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীকে ST সূচীতে সামিল করা, ভারতের একমাত্র মান্যতা প্রাপ্ত বড় আদিবাসী সাঁওতালী ভাষাকে অবিলম্বে ঝাড়খন্ডের প্রথম রাজ ভাষার মান্যতা দেওয়া সহ ৫ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান ও ধর্না কর্মসূচির আয়োজন বলে জানাযায় আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির তরফে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের ব্লক সভাপতি গোপাল টুডু, সদস্য দেওয়ান হেনরম, প্রভাত টুডু, শিমল কিস্কু সহ অন্যান্যরা।
আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী
উল্লেখ্য, ৫ দফা দাবি আদায়ের ভিত্তিতে স্মারকলিপি প্রদান ও ধর্না প্রদর্শন কর্মসূচি পালন করা হল মঙ্গলবার ইটাহার। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির তরফে এদিন ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনের তরফে। এদিন আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির তরফে বেশকিছুক্ষন বিডিও অফিসের প্রাঙ্গণে ধর্না প্রদর্শন করার পর ৫ দফা লিখিত দাবিপত্র ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে প্রদান করে।
মূলত, সারনা ধর্ম কোডকে অবিলম্বে মান্যতা দিয়ে জনগননায় সামিল করা, আসাম ও আন্দামানে শতাব্দিব্যাপী বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীকে ST সূচীতে সামিল করা, ভারতের একমাত্র মান্যতা প্রাপ্ত বড় আদিবাসী সাঁওতালী ভাষাকে অবিলম্বে ঝাড়খন্ডের প্রথম রাজ ভাষার মান্যতা দেওয়া সহ ৫ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান ও ধর্না কর্মসূচির আয়োজন বলে জানাযায় আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির তরফে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের ব্লক সভাপতি গোপাল টুডু, সদস্য দেওয়ান হেনরম, প্রভাত টুডু, শিমল কিস্কু সহ অন্যান্যরা।