
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৬ ই জানুয়ারী : পাঁচ দফা দাবি সহ শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দার্জিলিং জেলা কমিটি। এদিন সকালে কমিটির সদস্য ও কর্মীরা পুরো নিগমের প্রধান কার্যালয়ে এসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাদের দাবির সপক্ষে স্লোগান দিতে থাকে। সংগঠনের দাবিগুলোর মধ্যে প্রধানতম ছিল রেলের খাসজমিতে বসবাসকারী সকল গরিবদের হোল্ডিং নম্বর প্রদান করতে হবে। বস্তি এলাকায় বসবাসকারীদের পানীয় জলের সমস্যা মেটাতে হবে, এবং সমস্ত বস্তি এলাকায় বসবাসকারী গরিব মানুষদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনতে হবে। এই দাবি গুলি নিয়ে সংগঠনের পক্ষ থেকে এদিন মেয়র কে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়।



















