৫ দিন ধরে হাসপাতালের বাইরে বিনা চিকিৎসায় পড়ে HIV পজিটিভ বৃদ্ধ, অভিযোগ ছেলের বিরুদ্ধে

৫ দিন ধরে হাসপাতালের বাইরে বিনা চিকিৎসায় পড়ে HIV পজিটিভ বৃদ্ধ, অভিযোগ ছেলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




নদিয়া – নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের বহির্বিভাগের সামনে পাঁচ দিন ধরে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ রোগী। জানা গেছে, তাঁর নাম নিশীথ মৃধা, বয়স প্রায় ৭০ বছর। বাড়ি নদিয়ার চাকদার চাঁদুরিয়া এলাকায়। তিনি HIV পজিটিভ, এবং অভিযোগ, এই তথ্য জানার পরেই তাঁর ছেলে নীলেষ মৃধা তাঁকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিশীথবাবুকে অন্যত্র ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু পরিজনের অনুপস্থিতিতে তা সম্ভব হয়নি। হাসপাতালের তরফে একাধিকবার তাঁর ছেলেকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফলত, গত পাঁচ দিন ধরে রোদের মধ্যে, অস্বাস্থ্যকর পরিবেশে, খাবার ও চিকিৎসার অভাবে হাসপাতালের বহির্বিভাগের সামনেই পড়ে রয়েছেন বৃদ্ধ।

এই ঘটনায় মানবিকতার বড় প্রশ্ন উঠেছে। বৃদ্ধের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এমন অমানবিক পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটছে বলে আশঙ্কা। স্থানীয়দের মতে, রোগীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফে জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top