নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪পরগণা, ২৯ নভেম্বর,২০২০: নাকা চেকিং করার সময় ভাঙড়ের চণ্ডীপুর থেকে প্রায় ৫ লক্ষ টাকার বিদেশি পাখি উদ্বার করল ভাঙড় থানার পুলিশ।

মূলত ব্লাক ক্যাপ লড়িকেট ও চ্যাটরিং লড়িকেট নামের ১৪ টি পাখি উদ্বার করছে পুলিশ। যা অস্ট্রেলিয়ান বলে অনুমান। আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের। ঘটনার পরিপেক্ষিতে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তি টাকি থেকে কলকাতার উদ্দেশ্য যাচ্ছিলো বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।