৬০ উর্ধ বয়সীদের বিশ্ব যোগায় প্রথম হয়ে শহরকে গর্বিত করলেন রায়গঞ্জের আশিস মজুমদার

৬০ উর্ধ বয়সীদের বিশ্ব যোগায় প্রথম হয়ে শহরকে গর্বিত করলেন রায়গঞ্জের আশিস মজুমদার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৬০ উর্ধ বয়সীদের বিশ্ব যোগায় প্রথম হয়ে শহরকে গর্বিত করলেন রায়গঞ্জের আশিস মজুমদার. বিভিন্ন বয়সী প্রতিযোগীদের নিয়ে সম্প্রতি উত্তর প্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত হল বিশ্ব যোগা কাপ। সেখানে ৬০ বছরের উর্ধে প্রতিযোগিতায় স্বর্নপদক ছিনিয়ে নিয়ে বিশ্ব মানচিত্রে রায়গঞ্জের নামের মুকুটে নতুন পালক জুড়লেন চুড়ামন প্রহ্লাদ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আশিস কুমার মজুমদার।

 

উল্লেখ্য, গত ২৬ ও ২৭শে জুন উত্তর প্রদেশে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব যোগা কাপ। সূত্র মারফত জানা গেছে, ইউনিভার্সাল যোগা স্পোর্টস এসোসিয়েশন (UYSA) এর অন্তর্ভুক্ত বিশ্বের ১৭টি দেশের যোগা স্পোর্টসের সাথে যুক্ত প্রতিযোগীরা এতে অংশ নেওয়ার সুযোগ পায়। তবে শেষ পর্যন্ত মালেশিয়া এবং বৃটিশ যুক্তরাজ্যের প্রতিযোগীরা এতে অংশ নেয়।

আরও পড়ুন – সুস্থ জেল্লাদার ত্বক পেতে সকালে ঘুম থেকে উঠে মেনে চলুন এই ছ’টি নিয়ম

আশিস বাবু জানান, ৬০ উর্ধ বয়সীদের জন্য যোগা প্রতিযোগীতায় নৌকাসন, উষ্ট্রাসন, সেতুগন্ধাসন, ত্রিকোনাসন, গোমুখাসন এই পাঁচটি আসন নিয়ম মেনে করে বিশ্ব যোগা কাপে প্রথম স্থান পেয়েছি। দ্বিতীয় হয়েছেন অন্ধ্রপ্রদেশ এবং তৃতীয় হয়েছেন ত্রিপুরার এক যোগা প্রতিযোগী। মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এই টুর্নামেন্টে ওয়েষ্ট বেঙ্গল টিমের ম্যানেজার ছিলেন দীপঙ্কর দে। তিনি জানান, বিগত ১৪ ও ১৫ই মে রাজ্য ভিত্তিক নির্বাচনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে সফল হওয়াতেই আশিস বাবু সমগ্র উত্তর বঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি রূপে বিশ্ব যোগা কাপে অংশ নেন।

 

এদিন গাজিয়াবাদ থেকে ট্রেনে কোলকাতা ফেরার সময় ফোনে আশিস বাবু বলেন, এই সাফল্যে আমি ভীষণ খুশি। এই সফলতার জন্য আশিস বাবু সমস্ত কৃতিত্ব তুলে দিয়েছেন তাঁর বাবা স্বর্গীয় মনীন্দ্র মোহন মজুমদারকে। তিনি বলেন, বাবার পরিশীলিত জীবনশৈলী, নিয়মিত অনুশীলন প্রভৃতি আমাকে এই নিয়মানুবর্তিতা শিখিয়েছে। দীর্ঘ ১৯ বছরের প্রধান শিক্ষকের পদে চাকুরি থেকে অবসর পর, আশিস বাবু আবারও সম্পূর্ন নিজের ইচ্ছেতেই নিজেকে ফিরিয়ে নিয়েছেন অনুশীলনে। নিয়মিত চর্চার ফলেই এই ফলাফল সম্ভব বলে জানান তিনি। বাস্তব জীবনে সবসময় আশাবাদী আশিস বাবু বলেন, আজকাল মোবাইল ঘাঁটাঘাঁটিতে বহু তরুন প্রজন্ম, তবুও যেভাবে নতুন ছেলেমেয়ে যোগার প্রতি আগ্রহান্বিত হচ্ছেন, তাতে আগামী দিনে যোগের মাধ্যমেই নিরোগ ও সতেজ থাকা সম্ভব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top